1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ভাইরাল ভিডিও

তাঁর এই অঙ্গভঙ্গি দেখে অনেকে আঁতকে উঠছেন

তিনি হরর মুভিতে অভিনয় করেন৷ নাম ট্রয় জেমস৷ নিজের শরীরকে দুমড়ে-মুচড়ে এমন ভঙ্গি করতে পারেন, যা দেখলে আঁতকে উঠতে হয়৷

জেমসের এমনই এক ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে৷ ভিডিওটি দেখলে আপনিও বুঝবেন কেন এত মানুষ সেটি দেখছে৷

ভিডিওর শুরুতেই দেখা যায় জেমস হঠাৎ একটি ঘরের মেঝেতে পড়ে যান৷

তারপর এমন অঙ্গভঙ্গি শুরু করেন, দেখলে মনে হবে যেন তিনি মানুষ আর মাকড়সার একটি হাইব্রিডে পরিণত হয়েছেন৷ সেই অবস্থায় ধীরে ধীরে ভিডিও ক্যামেরার সামনে এসে হঠাৎই লাফ দিয়ে ওঠেন৷ এই মুহূর্তটা অনেকের কাছেই ভয়ের মনে হতে পারে৷ ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিওটির নীচে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘‘এটা খুবই বিশ্বাসযোগ্য ছিল - যদিও আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে একজন মানুষ... তারপরও আমার কেন যেন মনে হয়েছে তিনি তা নন৷ খুব ভালো কাজ হয়েছে, ট্রয়৷’’

দ্য ভয়েড, শ্যাডো হান্টার্স, দ্য স্ট্রেইনের মতো হরর মুভিতে ট্রয় জেমস অভিনয় করেছেন৷

জেডএইচ/এসিবি

নির্বাচিত প্রতিবেদন

ইন্টারনেট লিংক

সংশ্লিষ্ট বিষয়