1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তদন্তের প্রয়োজনে টিআইবি’কে তথ্য সরবরাহ করবে যোগাযোগ মন্ত্রণালয়

১৪ সেপ্টেম্বর ২০১১

যোগাযোগ মন্ত্রণালয়ের গত আড়াই বছরের কাজকর্ম খতিয়ে দেখতে রাজি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি৷ সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, তদন্তের সম্মতি দিয়ে মন্ত্রনালয়কে তাঁরা আজই চিঠি পাঠান৷

https://p.dw.com/p/12Ytx
যশোরে একটি সড়কের কাজ চলছেছবি: DW

সাম্প্রতিক সময়ে পদ্মাসেতু ও সড়ক নির্মানসহ যোগাযোগ মন্ত্রনালয়ের বিভিন্ন কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে৷ যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের খবর প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে৷ যোগাযোগমন্ত্রী অবশ্য এসব অভিযোগকে ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন৷ শুধু তাই নয়, মঙ্গলবার টিআইবি'কে চিঠি দিয়ে যোগাযোগ মন্ত্রনালয়ের গত আড়াই বছরের কাজ পর্যালোচনা করে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি৷ জবাবে আজ টিআইবি তদন্তে সম্মতি জানিয়েছে৷ যা ডয়চে ভেলেকে জানিয়েছেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷

তিনি বলেন, তদন্তের অন্যতম শর্ত হল তাঁদের কাজে যেসব কাগজপত্র এবং তথ্য উপাত্ত প্রয়োজন হবে, তা যোগাযোগ মন্ত্রনালয়কে সরবরাহ করতে হবে৷ আর তদন্ত রিপোর্টটি জনসম্মূখে প্রকাশ করার সুযোগ দিতে হবে৷

ড. ইফতেখারুজ্জামান জানান, যোগাযোগমন্ত্রীর এই উদ্যোগ অনুসরণ করে সব মন্ত্রণালয়ের কাজকর্ম দেখার জন্য ওয়াচডগ নিয়োগ করা যেতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য