1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব চ্যাম্পিয়ন সাঁতারু নিষিদ্ধ

২৫ জানুয়ারি ২০১৪

এর আগে নিষিদ্ধ হয়েছিলেন সের্গেই মাককভ৷ ড্রাগ নেয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার এই সাঁতারুর বিরুদ্ধে৷ একই অভিযোগে নিষিদ্ধ হলেন আরেক রুশ সাঁতারু ইউলিয়া এফিমোভা৷ তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি!

https://p.dw.com/p/1AwlM
DLRG Schwimmkurs Rettungsschwimmer Ausbildung Kinder
ছবি: DLRG

২০১২ সালের লন্ডন অলিম্পিকে রাশিয়ার হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ইউলিয়া এফিমোভা৷ ২১ বছর বয়সি রুশ সুন্দরী ‘শর্ট কোর্স' সাঁতারে অপ্রতিরোধ্য৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন তিনবার৷ ৫০ এবং ২০০ মিটার (শর্ট কোর্স) ব্রেস্টস্ট্রেক সাঁতারে বিশ্বরেকর্ড গড়েছেন৷ একটি বিশ্বরেকর্ড এখনো তাঁর দখলে৷

কিন্তু ড্রাগ নেয়ার বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হলে বিশ্বরেকর্ড, তারকামর্যাদা সবই হারাবেন এফিমোভা৷ সাঁতারের সর্বোচ্চ সংস্থা ফিনা জানিয়েছে, গত অক্টোবরে ড্রাগ টেস্টের জন্য এফিমোভা যে মূত্র-নমুনা দিয়েছিলেন তাতে নিষিদ্ধ স্টেরয়েড ডিহাইড্রোএপিয়ানড্রোসটেরন পাওয়া গেছে৷ এ কারণে রাশিয়ার এই তারকা সাঁতারুকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফিনা৷ ড্রাগ টেস্টের পরবর্তী ধাপগুলোতে নির্দোষ প্রমাণিত হলে এফিনোভার ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা অবশ্য প্রত্যাহার করা হতে পারে৷

এর আগে আরেক রুশ সাঁতারু সের্গেই মাককভের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে ফিনা৷ গত ২০ জানুয়ারি থেকে তিনি সাঁতারের সব ধরণের প্রতিযোগিতায় নিষিদ্ধ৷ ইউলিয়া এফানোভার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ২১ জানুয়ারি থেকে৷

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য