সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরের জাদুকর এ আর রহমানকে ‘ক্রিস্ট্যাল অ্যাওয়ার্ড’ দেওয়া হলো৷ তাঁর সৃষ্টির স্বাদও পাচ্ছেন উপস্থিত নেতারা৷
সুরের জাদুকর এ আর রহমান
সুইজারল্যান্ডের ডাভোস'এ বছরে একবার অভিনব এক মেলার আয়োজন করা হয়৷ রাষ্ট্রনেতা, শিল্পপতি থেকে শুরু করে বিশ্বের অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব সহজেই পরস্পরের সঙ্গে মতবিনিময় করতে পারেন, যা ঠিক সাধারণ কোনো বাঁধাধরা সম্মেলনে সম্ভব হয় না৷ প্রতিবারই এই বিশিষ্টজনদের তালিকায় বেশ কিছু চমক থাকে৷ এবারের সম্মেলনে যেমন রয়েছেন জগতবিখ্যাত সুরকার ও গায়ক আল্লারাখা রহমান৷ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে বুধবার তাঁকে দেওয়া হলো ‘ক্রিস্ট্যাল অ্যাওয়ার্ড'৷ পুরস্কার গ্রহণ করে রহমান বলেন, সমজকল্যাণমূলক কাজকর্ম থেকে তিনি গভীর প্রেরণা পান৷
সম্মেলন উপলক্ষ্যে যেসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তার মধ্যে রয়েছে ‘বলিউড মিউজিক নাইট'৷ সেখানেও ভিআইপি দর্শকরা রহমানের সৃষ্টির কিছু স্বাদ উপভোগ করতে পারেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই