1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেকনাফে হাতির পদতলে পিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

২৩ এপ্রিল ২০০৯

বাংলাদেশে বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গেছে ৩ জন৷ নিহত ৩ জনের মধ্যে রয়েছে ২টি শিশু৷ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে ৷ জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারায় তারা৷

https://p.dw.com/p/HcQL
ছবি: AP

মঙ্গলবার ঢাকা থেকে ৩৭৪ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে টেকনাফ উপজেলায় এ ঘটনা ঘটে৷ ঘটনার বিবরণে টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যান বলেন, ঘটনাস্থলে মারা যায় ২ জন এবং আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর মারা যায় তৃতীয় ব্যক্তি৷ বন্য হাতির আক্রমণে তাদের শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়৷ স্থানীয় জণগণের ধারণা, প্রচন্ড গরমে পানি না পেয়ে হিংস্র হয়ে উঠেছে বন্য হাতির দল৷ বর্তমানে বাংলাদেশে দাব-দাহ বয়ে চলছে৷ এ সময়ে বাংলাদেশের তাপমাত্রা ৩৫ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠা-নামা করছে ৷

বাংলাদেশে হাতির কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে৷ গত ১৭ই এপ্রিল রাঙ্গামাটির বরকল উপজেলার বরুনাছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার হাজাছড়া গ্রামে বন্য হাতির আক্রমণে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন৷ এছাড়াও বন্য হাতির দল দুটি বসত বাড়িসহ কাঁঠাল ও কলা বাগান তছনছ করেছে৷ সেসময় বন্য হাতির আক্রমণে পাঁচটি গবাদি পশু মারা গেছে বলে জানা যায়৷

প্রসঙ্গত, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়নের জরিপ অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশে গড়ে ৪০ জন হাতির পায়ে চাপা পড়ে মারা যায়৷ উল্লেখ্য, বাংলাদেশের বনাঞ্চলে প্রায় ৪০০ হাতি রয়েছে৷


প্রতিবেদক: ফারজানা কবীর খান, সম্পাদনা: আবদুস সাত্তার