1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

‘টুনপুর’কে নোটিশ পাঠিয়েছেন বাপ্পি

ভারতীয় সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি, ‘টুনপুর কা সুপার হিরো’ ছবির পরিচালকদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন৷ ছবিতে তাঁকে ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপনের অভিযোগ এনেছেন তিনি৷ খবর এনডিটিভি’র৷

default

‍অজয় অভিনয় করেছেন ছবিতে

সংবাদ মাধ্যমটি জনিয়েছে, ‘টুনপুর কা সুপার হিরো' ছবিতে ‘গুপ্পি' নামে একটি কার্টুন চরিত্র আছে, যা তৈরি করা হয়েছে বাপ্পির অনুকরণে৷ এবং তিনি দাবি করেছেন যে, সেখানে তাঁকে ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে৷ সেই কারণেই ছবির দুই পরিচালক কৃষিকা লুল্লা ও কুমার মাঙ্গাত পাঠকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি৷

সংবাদ মাধ্যমটি জানায়, নোটিশে বাপ্পির আইনজীবী লিখেছেন, ‘‘ছবিটিতে গুপ্পি নামে একটি চরিত্র আছে, যা আমাদের মক্কেলের অনুকরণে তৈরি৷ চরিত্রটির নামও আমাদের মক্কেলের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ৷ স্পষ্টতই এই ছবিতে আমাদের মক্কেলকে ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে৷ তাদের এই প্রচেষ্টাকে আমি আমার মক্কেলকে অবমূল্যায়ন ও তাঁর ব্যক্তিত্বের জন্যে হানিকর হিসেবে গণ্য করছি৷''

নোটিশে ছবির পরিচালকদের উদ্দেশ্যে লেখা হয়েছে, ‘‘নোটিশ পাওয়ার পর থেকে তারা গুপ্পি চরিত্রটি কোনো প্রচার মাধ্যমে পরিবেশন করতে পারবে না৷ অবিলম্বে তাদের ছবি থেকে ঐ চরিত্রটি বাদ দিতে হবে অথবা তা এমনভাবে পরিবর্তন করতে হবে, যাতে চরিত্রটির সঙ্গে বাপ্পির কোনো সাদৃশ্য না থেকে৷ এছাড়া নোটিশ পাবার দুই দিনের মধ্যে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে৷ আর যদি তারা সেটি করতে ব্যর্থ হন, তবে তিনি আবারও আদালতের শরণাপন্ন হবেন৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা/বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সম্পাদনা: জাহিদুল হক

সংশ্লিষ্ট বিষয়