1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটার হ্যাকড!

১৮ ডিসেম্বর ২০০৯

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটার টুইটার হ্যাকড! তাও আবার ইরানিয়ান সাইবার আর্মি দ্বারা৷ শুক্রবার দিনভর ইন্টারনেটে আলোচনার বিষয় ছিল এটি৷ অবশ্য টুইটার স্বীকার করেছে, কিছুক্ষণের জন্য বন্ধ ছিল সংস্থাটির ওয়েবসাইট৷

https://p.dw.com/p/L8QX
ফাইল ফটোছবি: www.twitter.com

একাধিক বার্তা সংস্থা জানায়, গ্রিনিচ মান সময় ৬.০০ থেকে এক ঘন্টা টুইটারে প্রবেশ করা যাচ্ছিল না৷ বরং কেউ টুইটারে ঢোকার চেষ্টা করলে তা সোজা চলে যেত ইরানিয়ান সাইবার আর্মির ওয়েবসাইটে৷ সেখানে লেখা ছিল, দিস সাইট হ্যাজ বিন হ্যাকড বাই ইরানিয়ান সাইবার আর্মি৷

ইন্টারনেটে নিরাপত্তা বিশেষজ্ঞরা দাবি করেছেন, টুইটারের ডিএনএস-এ পরিবর্তন আনতে সক্ষম হয় হ্যাকাররা৷ ফলে তারা টুইটার ডট কমকে অন্য একটি সাইটে রিডিব়্যাক্ট করে দেয়৷

অবশ্য, টুইটার এই সমস্যা সমাধান করে সাইটটি আবারো আগের অবস্থায় ফিরিয়ে এনেছে৷ এক ব্লগ পোস্টে সংস্থাটির সহ প্রতিষ্ঠাতা বিজ স্টোন জানিয়েছে, টুইটারের ডিএনএস রেকর্ডে কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং আমরা তা ঠিক করেছি৷

সংস্থাটি আরো জানিয়েছেন, পুর্ণাঙ্গ তদন্ত শেষে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে তারা৷

এদিকে, টুইটারকে হ্যাক করার পর কথিত ইরানিয়ান সাইবার আর্মি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন বার্তাও প্রদশন করে বলে জানাচ্ছে একাধিক বার্তা সংস্থা৷ এ সংক্রান্ত কিছু স্ক্রীনশটও নাকি ছাড়া হয়েছে ফ্লিকারে৷ যেখানে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে ইন্টারনেটের নিয়ন্ত্রক মনে করে, কিন্তু তা ঠিক নয়৷

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইরানের নির্বাচন নিয়ে বেশ সক্রিয় ছিল টুইটার৷ ইরানি জনগন তাদের মতামত জানাতে বেছে নেয় এই মাইক্রোব্লগিং সাইটকে, যা বেশ বিড়ম্বনায় ফেলে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার