1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

টার্গেট জয় - বাংলাদেশ অভিযানের লক্ষ্য সম্পর্কে জিম্বাবোয়ে

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার অনুশীলনে নেমেছিল জিম্বাবোয়ে৷ বাংলাদেশের আবহাওয়া আর মাঠের সঙ্গে পরিচিত হবার পাশাপাশি দীর্ঘ বিমানভ্রমণের ক্লান্তি কাটাতেই এই অনুশীলন৷

Bangladesh, cricket, players, celebrate, Test, National Stadium বাংলাদেশ, অভিযান, জিম্বাবোয়ে

পারবে কি এবার টাইগাররা এমন উল্লাস করতে?

বাংলাদেশ সফরে গতকাল শুক্রবার ঢাকায় এসে পৌঁছে জিম্বাবোয়ে দল৷ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সব সময়ই একটা হাড্ডাহাড্ডি লড়াই চলে জিম্বাবোয়ের৷ এ পর্যন্ত দু’দলের মধ্যে অনুষ্ঠিত ৪৭টি একদিনের ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৫টি আর জিম্বাবোয়ে জয় পেয়েছে ২২টি ম্যাচে৷

এবারে সফরকারী দলের বিপক্ষে সোমবার সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপির মাঠে৷ আর ১লা ডিসেম্বর শুরু হবে মূল সিরিজ৷ প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে৷ ৩ ও ৬ ডিসেম্বর সিরিজের ২য় ও ৩য় ম্যাচ, সেটাও হবে মিরপুরেই৷ এরপর দুই দল উড়াল দেবে চট্টগ্রামের উদ্দেশ্যে৷ সেখানে শেষ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর৷

এবারের এই সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে জিম্বাবোয়ে দল৷ কেনই বা নয়! নিউজিল্যান্ড-কে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের খেলোয়াড়দের মনোবল এখন খুবই চাঙ্গা৷ তবে সেদিকে নজর আছে জিম্বাবোয়ের৷ যেমনটা বললেন দলের সহ-অধিনায়ক মাসাকাতজা৷ তাঁর কথা হচ্ছে, ‘আমরা বহু বার এদেশে সিরিজ খেলেছি৷ আমাদের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে৷ আমরা জানি বাংলাদেশের স্পিন শক্তিশালী৷ কিন্তু বাংলাদেশের স্পিনের সঙ্গে আমাদের পরিচয় নতুন নয়৷ আমরা বাংলাদেশি স্পিনকে মোকাবিলা করতে প্রস্তুত৷ আমাদের দলেও বেশ কয়েক জন আন্তর্জাতিক মানের স্পিনার ও পেসার রয়েছে৷ আমার দৃষ্টিতে উভয় দলই সমান মানের৷

বাংলাদেশে সফর সম্পর্কে মাসাকাতজা বলেন, এই সিরিজকে তারা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন৷ সিরিজে জিম্বাবোয়ের টার্গেট কী? এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘টার্গেট জয়৷ আর কিছু নয়৷ আমরা এই সিরিজে জয় পেতে চাই এটাই সর্বপ্রথম এবং শেষ কথা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই