1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

টাইমের তালিকায় অ্যাসাঞ্জ, ঘোনিম, কেট, মিশেল

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১’শ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন৷ প্রকাশিত ঐ তালিকা রয়েছেন,উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, পপ মিউজিক হার্টথ্রব জাস্টিন বিবার প্রমুখ৷

default

বাৎসরিক ঐ তালিকায় আরো রয়েছেন, গুগলের নির্বাহী ৩০ বছর বয়স্ক ওয়ায়েল ঘোনিম৷ যিনি মিশরের বিপ্লবের হিরোতে পরিণত হয়েছেন৷ ম্যাগাজিনটি মিশরের রাজনীতিবিদ মোহাম্মদ এলবারাদেইয়ের একটি লেখা প্রকাশ করেছে, তাতে তিনি বলেছেন, মিশরের সমাজের সংখ্যাগরিষ্ঠ তরুণদের একত্রিত করেছেন ঘোনিম৷ জাতিসংঘের আণবিক শক্তি কমিশনের সাবেক প্রধান এলবারাদেই মিশরের অত্যন্ত সম্ভবনাময় প্রেসিডেন্ট পদপ্রার্থী৷

টাইম ম্যাগাজিনের প্রকাশিত ঐ তালিকায় আরো রয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তাঁর স্ত্রী মিশেল, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন৷ তবে এশিয়ার শক্তিশালী দেশ চীন বা ভারতের কেউ ঐ তালিকায় নেই৷ তালিকায় আরো রয়েছেন, দক্ষিণ কোরিয়ার পপ আইডল এবং অভিনেতা রাইন, টিভি নাটক ‘‘গসিপ গার্ল'' স্টার ব্লেক লাইভলি এবং বিবার৷

২০১০ সালের টাইম ম্যাগাজিন তালিকায় লেডি গাগা জায়গা দখল করলেও, এই বছরের তালিকায় তিনি অনুপস্থিত রয়েছেন৷ এছাড়া ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন৷ এই জুটি আগামী শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়