সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে নারী শিক্ষার হার বাড়ছে৷ জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, এ মুহূর্তে ৩০ থেকে ৩৫ বছর বয়সি কর্মজীবী নারী ও পুরুষদের মধ্যে অন্তত ৩৫ ভাগ নারী কলেজ বা সর্বোচ্চ পর্যায়ের লেখাপড়া শেষ করেছেন৷ পুরুষদের মধ্যে এই হার শতকরা ৩১ ভাগ৷
তবে উচ্চশিক্ষার প্রবণতা বাড়লেও কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রাপ্তিতে জার্মান নারীরা এখনো বৈষম্যের শিকার৷ ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জার্মানির বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত নারীরা পুরুষদের চেয়ে সার্বিকভাবে ২১ দশমিক ৬ ভাগ বেতন কম পান৷ সমপর্যায়ে কর্মরত নারী-পুরুষদের মধ্যে বেতনের এই ব্যবধান শতকরা ৭ ভাগ৷ অর্থাৎ পদ এক, কাজও এক, তবু নারীর বেতন পুরুষের চেয়ে ৭ শতাংশ কম৷
-
সবার জন্য ভালো জার্মানি, নারীর জন্য সেরা ডেনমার্ক
বিশ্বের সেরা দেশ জার্মানি
ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বৈঠকে প্রকাশ করা বিশ্বের সেরা দেশের তালিকার সবার ওপরে এসেছে জার্মানির নাম৷ ৬০টি দেশ স্থান পেয়েছে এই তালিকায়৷ শরণার্থী সংকট নিরসনে অগ্রণী ভূমিকা রেখে অর্থনৈতিক চাপ সহ্যের পরও, বিশ্বের ৩৬টি দেশের ১৬ হাজার ২৪৮ জনের মাঝে জরিপ চালিয়ে তৈরি করা এই তালিকার শীর্ষে স্থান পেল জার্মানি৷
-
সবার জন্য ভালো জার্মানি, নারীর জন্য সেরা ডেনমার্ক
দ্বিতীয় ক্যানাডা, তৃতীয় যুক্তরাজ্য
বিশ্বের দ্বিতীয় সেরা দেশ এখন ক্যানাডা৷ তারপরই একে একে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন ও অস্ট্রেলিয়া৷
-
সবার জন্য ভালো জার্মানি, নারীর জন্য সেরা ডেনমার্ক
সেরা দশে এশিয়ার দেশ জাপান
সেরা দশে এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপান৷ তারা আছে ৬ নম্বরে৷ বিশ্বের ষষ্ঠ সেরা দেশ হওয়াও কিন্তু কম কথা নয়৷ ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্কসহ অনেক উন্নত দেশের অবস্থানও কিন্তু জাপানের পেছনে৷
-
সবার জন্য ভালো জার্মানি, নারীর জন্য সেরা ডেনমার্ক
নারীদের জন্য সেরা ডেনমার্ক
জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স এবং নেদাল্যান্ডসকে ডিঙিয়ে নারীদের জন্য সবচেয়ে ভালো দেশের স্বীকৃতি পেয়েছে ডেনমার্ক৷ স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটি বিশ্বের সেরা দেশের তালিকাতেও আছে দশ নম্বরে৷
-
সবার জন্য ভালো জার্মানি, নারীর জন্য সেরা ডেনমার্ক
নারীদের জন্যও এশিয়ার সেরা দেশ জাপান
নারীদের জন্য সেরা দেশের তালিকায় ডেনমার্কের পর রয়েছে যথাক্রমে সুইডেন, ক্যানাডা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য, লুক্সেমবুর্গ ও অস্ট্রিয়া৷ সেরা দশে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক সমৃদ্ধ দেশই নেই৷ এশিয়ার মান রেখেছে জাপান৷ এই তালিকায় তারা আছে ১৪ নাম্বারে৷ ঠিক এক ধাপ আগে, অর্থাৎ ১৩ নম্বরে আছে যুক্তরাষ্ট্র৷
লেখক: এসিবি
নারী-পুরুষে এই বেতনের ব্যবধান অবশ্য ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও আছে৷ ব্যবধান সবচেয়ে কম ইটালিতে৷ সেখানে গড়পড়তা কর্মজীবী নারীর চেয়ে কর্মজীবী পুরুষের বেতন শতকরা ৬ দশমিক ৫ ভাগ বেশি৷
এই মাপকাঠিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে এস্টোনিয়ার নারীদের অবস্থা সবচেয়ে খারাপ৷ সে দেশে সমপর্যায়ে কর্মরত পুরুষ তাঁর নারী সহকর্মীর চেয়ে ২৮ দশমিক ৩ ভাগ বেতন বেশি পান৷
জার্মানিতে নারীদের পদোন্নতির সুযোগও পুরুষদের তুলনায় কম৷ ২০১৪ সালের এক জরিপে দেখা গেছে, জার্মানিতে ব্যবস্থাপনা পর্যায়ে কাজ করছেন মাত্র ২৯ ভাগ নারী৷ ইউরোপীয় ইউনিয়নের সব দেশ মিলিয়ে ওই পর্যায়ে কর্মরত নারী আছে শতকরা ৩৩ ভাগ৷
ইউরোপের দেশগুলোর মধ্যে ব্যবস্থাপনা পর্যায়ে সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে লাটভিয়ার নারী৷ সেখানে এই হার শতকরা ৪৪ ভাগের মতো৷
জার্মানিতে ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত নারী ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ডে কম হলেও ইউরোপের কয়েকটি দেশে কর্মজীবী নারীর অগ্রগতি আরো সীমিত৷ সব চেয়ে খারাপ অবস্থা সাইপ্রাসের নারীদের৷ সেখানে ব্যবস্থাপনা পর্যায়ে নারী আছে মাত্র ১৭ ভাগ৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
আঙ্গেলা ম্যার্কেল
ফোর্বস-এর বিবেচনায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী৷ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
হিলারি ক্লিন্টন
মার্কিন প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট হিলারি ক্লিন্টনকে তালিকায় দ্বিতীয় অবস্থানে রেখেছে ফোর্বস৷ একসময়কার ফার্স্ট লেডি সর্বশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ ২০১৬ সালে ডেমোক্রেট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
মেলিন্ডা গেটস
বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা গেটস৷ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৩ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দান করেছে ফাউন্ডেশনটি৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
জেনেট ইয়েলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জেনেট ইয়েলেন৷ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী চেয়ার তিনি৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
মেরি বাররা
জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বাররা৷ তাঁর নের্তৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
ক্রিস্টিন লাগার্দ
আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ৷ সর্বশেষ বৈশ্বিক আর্থিক মন্দার সময় সদস্য রাষ্ট্রগুলোকে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে আইএমএফ৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
ডিলমা রুসেফ
ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট তিনি৷ বর্তমানে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন৷ ফোর্বস-এর তালিকায় তাঁর অবস্থান সপ্তম৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
শেরিল স্যান্ডবার্গ
ফেসবুক-এ প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ৷ তাঁর লেখা বই ‘লিন ইন’-এর চলচ্চিত্র সত্ত্ব কিনে নিয়েছে সোনি পিকচার্স৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
সুসান ভয়চিস্কি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ভয়চিস্কি৷ প্রতিমাসে গড়ে এক বিলিয়ন মানুষ ইউটিউব ভিজিট করেন৷
-
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীরা
মিশেল ওবামা
ফোর্বস-এর তালিকায় দশ নম্বরে আছেন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা৷ প্রেসিডেন্ট বারাক ওবামা যে চমৎকার এক পারিবারিক জীবন উপভোগ করেন তা এই নারীর কল্যাণে৷ দুই সন্তানের জননী মিশেলকে বিভিন্ন অনলাইন প্রচারণাতেও অংশ নিতে দেখা গেছে৷
লেখক: আরাফাতুল ইসলাম
চাকুরিতে জার্মান নারীদের পদোন্নতির সুযোগ কম কেন? এ জন্য কে বা কারা দায়ী? পরিসংখ্যান বলছে, নারীই সবচেয়ে বেশি দায়ী৷ দেখা গেছে, পারিবারিক এবং পারিপার্শ্বিক কিছু কারণে জার্মান নারীরা স্বাস্থ্যসেবা বা বিপণিবিতানের খণ্ডকালীন, স্বল্প বেতনের কাজই বেশি পছন্দ করেন৷ এ সব কাজে পদোন্নতির সুযোগও কম৷ তাই নারীদের তুলে আনার জন্য পুরুষদেরই জীবনের কোনো পর্যায়ে পূর্ণ সময়ের কাজ কম করার অনুরোধ জানিয়েছে জার্মানির ট্রেড ইউনিয়ন৷
এসিবি/ডিজি (ডিপিএ, ইপিডি, ইউরোস্ট্যাট)
কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে আনার জন্য পুরুষদেরই সহযোগিতা চাওয়া হচ্ছে৷ এভাবে নারীদের এগিয়ে আনার ভাবনা কতটা বাস্তবসম্মত? জানান নীচের ঘরে৷