1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে জোট গঠন

রিশার্ড ফুক্স/এসি২৭ নভেম্বর ২০১৩

সিডিইউ-সিএসইউ এবং এসপিডি দল মিলে ‘বড়জোট’ সরকার গঠনের পথে বড় পা ফেলেছে: তথাকথিত ‘কোয়ালিৎসিয়ন্সফেরট্রাগ’ বা জোটের চুক্তির খসড়া তৈরি৷ শুধু এসপিডি দলের সদস্যদের সেই খসড়া অনুমোদন করা বাকি৷

https://p.dw.com/p/1APNe
Leader of Germany's Social Democratic Party (SPD) Sigmar Gabriel (L) welcomes German Chancellor and leader of the Christian Democratic Union (CDU) Angela Merkel and Federal Chancellery Minister Ronald Pofalla (R) at the SPD headquarters before coalition talks between Germany's conservative (CDU/CSU) parties and the SPD in Berlin October 30, 2013. REUTERS/Tobias Schwarz (GERMANY - Tags: POLITICS)
ছবি: Reuters/Tobias Schwarz

একটি চূড়ান্ত বৈঠকে একটানা ১৮ ঘণ্টা আলাপ-আলোচনার পর জোটের চুক্তির নিষ্পত্তি হলো মঙ্গলবার ভোররাতে৷ ম্যারাথন বৈঠকে সর্বাপেক্ষা কণ্টকিত সমস্যাগুলির সমাধান করেন তিন দলীয় প্রধান: খ্রিষ্টীয় গণতন্ত্রীদের সভাপতি আঙ্গেলা ম্যার্কেল, খ্রিষ্টীয় সামাজিক দলের সভাপতি হর্স্ট জেহোফার এবং সামাজিক গণতন্ত্রীদের সভাপতি সিগমার গাব্রিয়েল৷ প্রধানদের নিয়ে সব মিলিয়ে মোট ৭৭ জন প্রতিনিধি মাথা ঘামিয়েছেন সেই চূড়ান্ত বৈঠকে৷

জোটের চুক্তিতে কার কোথায় ‘হস্তাক্ষর'

এই বড়জোট যদি সত্যিই ক্ষমতায় আসে, তাহলে সেটা হবে ফেডারাল জার্মান প্রজাতন্ত্রের ইতিহাসে তৃতীয় বড়জোট৷ এবং এক এসপিডি দলের সদস্যদের মতিগতি ছাড়া সেই বড়জোটের পথে আপাতত কোনো বাধা নেই, কেননা জোটচুক্তি সংক্রান্ত বৈঠকে সংশ্লিষ্ট দলনেতারা সকলেই বলছেন, ঐ চুক্তিতে তাদের নিজস্ব হস্তাক্ষর প্রমাণ মাপের এবং সুস্পষ্ট৷

German Chancellor and leader of the Christian Democratic Union (CDU) Angela Merkel (R) and Leader of the Social Democratic Party (SPD) Sigmar Gabriel (L) attend the first round of coalition talks between Germany's conservative (CDU/CSU) parties and the SPD in Berlin October 23, 2013. German Chancellor Angela Merkel's conservatives and the Social Democrats (SPD) start hammering out compromises on economic, energy and euro policies on Wednesday, the opening day of talks on a coalition government that should be in place by Christmas. REUTERS/Fabrizio Bensch (GERMANY - Tags: POLITICS TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

ধরা যাক ন্যূনতম পারিশ্রমিকের প্রশ্নটি, যেখানে সামাজিক গণতন্ত্রীরা ঘণ্টায় সাড়ে আট ইউরো'র মজুরি চালু করতে আকুল ছিল৷ তাদের সে মনোবাসনা পূর্ণ হয়েছে: ২০১৫ সালের সূচনা থেকেই এই ন্যূনতম পারিশ্রমিক চালু করার পরিকল্পনা করা হচ্ছে৷ তবে মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ ২০১৬ সালের ডিসেম্বর মাস অবধি সময় পাবে অন্য কোনো ধরনের ন্যূনতম মজুরি নির্দিষ্ট করার জন্য, এমনকি সে মজুরি ঘণ্টায় সাড়ে আট ইউরোর নীচে হলেও৷

অপরদিকে সিডিইউ-সিএসইউ দল তথাকথিত ‘ম্যুটাররেন্টে' বা মায়েদের অবসরভাতার শর্তটি বজায় রাখতে পেরে খুশি: ১৯৯২ সালের আগে যে সব মায়েরা সন্তানের জন্ম দিয়েছেন, তাদের অবসরভাতা বাড়ানোর এই পরিকল্পনা রক্ষণশীলদের কাছে যেমন প্রিয় তেমনই গুরুত্বপূর্ণ৷ এসপিডি দল খুশি, কেননা যে সব শ্রমিক-কর্মচারীদের বেতন কম বলে তাদের অবসরভাতাও শেষমেষ নিতান্ত কম হয় কিংবা হতে পারে, তাদের সরকারি তরফ থেকে মাসে ৮৫০ ইউরো ন্যূনতম অবসরভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ২০১৭ সাল থেকে৷

সিএসইউ দল পাচ্ছে তাদের ‘কার টোল ট্যাক্স' বা মোটরওয়ে'তে প্রাইভেট গাড়ি চালানোর জন্য শুল্ক বা মাশুল - যা কিনা সিএসইউ প্রধান হর্স্ট জেহোফার'এর কাছে মানসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল৷ জেহোফারের প্রস্তাব ছিল, বিদেশিরা যখন জার্মানির ‘আউটোবান' বা মোটরওয়ে'গুলি ব্যবহার করে, তখন সুইজারল্যান্ড কিংবা ফ্রান্সের মতো তাদের এখানেও মোটরওয়েগুলির মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য মাশুল দেওয়া উচিৎ৷

দ্বিবিধ নাগরিকত্ব নিয়ে বিবাদে এসপিডি দল দৃশ্যত তাদের দৃষ্টিভঙ্গী জারি করতে পেরেছে: জার্মানিতে জন্ম, এমন অভিবাসী-সন্তানদের এবার তাদের ২৩ বছর বয়স হবার মধ্যে জার্মানি কিংবা বাবা-মায়ের জন্মের দেশের নাগরিকত্বের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে না৷ সিএসইউ দলের সাধারণ সম্পাদক আলেক্সান্ডার ডব্রিন্ট কিন্তু সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে, এর অর্থ এই নয় যে, জার্মানিতে এবার থেকে দ্বিবিধ নাগরিকত্ব চালু হল৷

শেষ বেড়া

বড়জোট গঠনের পথে শেষ বাধা কিন্তু সামাজিক গণতন্ত্রীদের নিজেদের আরোপিত একটি শর্ত: তারা চায় যে, দলের সদস্যরা এই জোটচুক্তি অনুমোদন করুন৷ দলের সদস্য বলতে চার লক্ষ তিয়াত্তর হাজার মানুষ৷ তাদের মধ্যে পত্রমারফত গণভোট হবে ডিসেম্বরের প্রথমার্ধে৷ এসপিডি'র সাধারণ সম্পাদক আন্দ্রেয়া নালেস কিন্তু আশাবাদী যে, দলের সদস্যদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ এই জোটচুক্তি অনুমোদন করবেন৷

সেক্ষেত্রে ১৭ ডিসেম্বর আঙ্গেলা ম্যার্কেল বুন্ডেস্টাগে আবার চ্যান্সেলর পদে নির্বাচিত হবেন - চ্যান্সেলর হিসেবে তাঁর তৃতীয় কর্মকালের জন্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য