1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি - নব-নাৎসি

২৭ এপ্রিল ২০১২

তথাকথিত নব-নাৎসিরা যে শুধু জার্মানির পূর্বাঞ্চলে, অর্থাৎ প্রাক্তন পূর্ব জার্মানির এলাকাগুলিতেই তাদের তাণ্ডব চালায়, এ’ধারণাটা ভুল৷ জার্মানির পশ্চিমাঞ্চলেও তাদের শক্তি ও গতিবিধি বাড়ছে, বলছেন বিশেষজ্ঞরা৷

https://p.dw.com/p/14lhh
ছবি: picture-alliance/dpa

জার্মানির পূর্বাঞ্চলে মাত্র দুই শতাংশ বিদেশি-বহিরাগতদের বাস৷ অথচ সুদূর অ্যাঙ্গোলা থেকে জার্মানিতে কাজ করতে আসা আমাদেউ আন্তোনিও কিওয়া'র হত্যাকাণ্ড কিন্তু ঐ প্রাক্তন পূর্ব জার্মানিতেই ঘটেছে৷ এবং সম্প্রতি যে ‘‘সুইকাও'এর সেল'' নামধারী আততায়ী ত্রয়ীকে নিয়ে এতো হৈ-চৈ চলেছে, তাদের ঘাঁটিও ছিল ঐ পূর্বাঞ্চলেই৷ এই ধরনের উগ্র নব-নাৎসিবাদ কিন্তু গোড়া থেকেই ‘জিডিআর'-এর নিজস্ব, এবং তা'তে, অন্তত সূচনায়, পশ্চিমের কোনো বিশেষ ভূমিকা কিংবা অবদান ছিল না৷

পূর্বাঞ্চলের তুলনায় জার্মানির পশ্চিমাঞ্চলে এলাকা অনুযায়ী, ৯ থেকে ৩০ শতাংশ বিদেশিদের বাস৷ সে বিচারে প্রাক্তন পশ্চিম জার্মানিতে নব-নাৎসি দল বা ঐ মতধারার গোষ্ঠীগুলি বিশেষ সুবিধা করতে পারেনি, অন্তত ১৯৮৯ সাল অবধি৷ কিন্তু দুই জার্মানির পুনর্মিলনের পর পশ্চিমের সাবেক নাৎসিরা তাদের সুযোগ দেখে: জিডিআর-এর পতনের পর পশ্চিমে রাজনৈতিকভাবে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেখানে নিজেদের জায়গা করে নেওয়ার সুযোগ পায় তারা৷

Deutschland Terror Neue Durchsuchungen gegen mutmaßliche Nazi-Terrorhelfer Kombo
‘‘সুইকাও'এর সেল''-এর তিন সদস্য, যারা প্রায় ১০ বছর ধরে বিদেশি-বহিরাগতদের উপর হত্যাকাণ্ড চালায়ছবি: picture-alliance/dpa

নব-নাৎসি'রা যা'তে বিনা ঝুঁকি কি বিপদে তাদের দল বা গোষ্ঠী পরিত্যাগ করতে পারে, সেজন্য জার্মান সরকারের নানা কর্মসূচি আছে৷ এই ধরণের একটি কর্মসূচির নাম ‘‘এক্সিট'', অর্থাৎ ‘‘প্রস্থান''৷ এক্সিট-এর কর্মী ফাবিয়ান ভিশমান পশ্চিমের সাবেক নাৎসিদের সাহায্যে পূর্বের নব-নাৎসিদের সংগঠিত হতে দেখেছেন৷ ভিশমানের বিবৃতিতে:

‘‘মেকলেনবুর্গ, থুরিংগেন'এর মতো রাজ্যের বিভিন্ন এলাকা ওরা প্রায় কিনে নিয়েছে, খামার কিনেছে, বাড়ি কিনেছে, তারপর ওদের লোকজনকে পরিকল্পিতভাবে সেখানে বসাতে শুরু করেছে৷''

পূর্বাঞ্চলে চরম দক্ষিণপন্থিদের স্ট্র্যাটেজি হল, পূর্বাঞ্চলের মানুষদের দ্বিধা-দ্বন্দ্ব, এবং পুনর্মিলনের পর পশ্চিমের রাজনীতিকরা যে স্বর্গরাজ্যের স্বপ্ন দেখিয়েছেন, তার পূরণ না হওয়ায় মানুষজনের হতাশার সুযোগ নিয়ে নব-নাৎসি ভাবধারার জন্য সমর্থন ও সহানুভূতি সংগ্রহ করা৷ জাতিতে জার্মান, এমন মানুষদের তারা নানা ধরণের সামাজিক সাহায্য দিয়েছে, যেগুলো সরকারের দেওয়া উচিৎ ছিল৷ যুগপৎ পুবের নব-নাৎসিরা অভিবাসী-বহিরাগতদের ভয় দেখিয়েছে, মারধোর, হত্যা করেছে - বলেন ভিশমান৷

বহু স্থানেই পরিবেশ এখন এমনই বিষাক্ত যে, সম্প্রতি দশ বছর বয়সী এক তুর্কি কিশোর লোহার ব্রাশ দিয়ে তার নিজের হাতের চামড়া ঘষে তোলার চেষ্টা করে: সে নাকি ঐ পন্থায় ‘শ্বেতাঙ্গ' হবার চেষ্টা করছিল৷ নব-নাৎসি অধ্যুষিত ‘নো-গো' এলাকাগুলি সম্পর্কে আমাদেউ-আন্তোনিএও নিধি'র প্রধান আনেট্টা কাহানে বলেন:

‘‘আমরা দেখছি যে, পশ্চিমেও এ'ধরণের এলাকা সৃষ্টি হচ্ছে৷ পুবে এই ধরণের ত্রাসের এলাকা সৃষ্টিতে নব-নাৎসিরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেটা এখন পশ্চিমে কাজে লাগানো হচ্ছে৷''

জার্মানির ফেডারাল অপরাধ দপ্তর এবং গুপ্তচর বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালে পশ্চিমের তুলনায় পুবে নব-নাৎসিরা দ্বিগুণ পরিমাণ অপরাধমূলক কার্যকলাপ চালিয়েছিল৷ ২০১১'য় এসে দেখা যাচ্ছে, পুবে ও পশ্চিমে সে'ধরণের অপরাধের সংখ্যা প্রায় এক৷ ইতিমধ্যে অভিবাসীরা পশ্চিমেও বাসা নেওয়ার আগে পৌর দপ্তরে খোলাখুলি জিগ্যেস করেন, সে এলাকায় নব-নাৎসিরা আছে কিনা৷ তফাৎ শুধু এই যে, পুবে বিপদটা প্রধানত গ্রামাঞ্চলে, কিন্তু পশ্চিমে হামবুর্গ, ডর্টমুন্ড কি নুরেমবার্গের মতো বড় শহরে৷ কাজেই ভিশমান'এর মতে চরম দক্ষিণপন্থি সহিংসতার বিপদ আজ সর্বত্র, যেমন পুবে তেমনি পশ্চিমে:

"Nazis raus" Graffiti auf Skaterbahn in Zwickau
সুইকাও’তেই ‘‘নাৎসিরা হটো’’ দেয়াল-লিখনছবি: DW

‘‘বিপদটা দৈনন্দিন এবং সাধারণ পরিবেশে৷ নব-নাৎসিরা যাদের শত্রু বলে মনে করে, সেই ধরণের ব্যক্তি অথবা গোষ্ঠীর জন্য সর্বক্ষণই লুকনো বিপদ রয়েছে৷''

তবে আশার কথা এই যে, যে সব এলাকায় বাসিন্দাদের একটা বড় অংশ চরম দক্ষিণপন্থিদের বিরুদ্ধে বিশেষভাবে সক্রিয় ও সোচ্চার, নব-নাৎসিরা সেখান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে৷ পুবে ও পশ্চিমে, দু'দিকেই তার দৃষ্টান্ত আছে, যেমন পুবে ড্রেসডেনে কিংবা পশ্চিমে গ্রেফেনবের্গ'এ৷ সর্বক্ষেত্রেই চরম দক্ষিণপন্থিদের বিরুদ্ধে প্রতিবাদের মূলমন্ত্র হল: নব-নাৎসিরা যেন ভাবতে না পারে যে, তারা জার্মান জনসাধারণের একটি বড়, নীরব অংশ তাদের পক্ষে৷

প্রতিবেদন: ভোল্ফগাং ডিক/অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য