1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

জন্মদিনে ওয়েইট্রেসের ঘুঁষি খেলেন লিন্ডসে লোহান

এমনিতেই নানা স্ক্যান্ডালে জড়িয়ে নাকাল হলিউড তারকা লিন্ডসে লোহান৷ তার ওপর জন্মদিনটাও এবার মনমত পালন করতে পারলেন না৷ এক নাইটক্লাবের ওয়েইট্রেসের হাতে মার খেতে হল তাঁকে৷

default

খারাপ সময় যাচ্ছে লোহানের

জন্মদিনের প্রথম প্রহরেই টুইটারে লিন্ডসে লোহানের টুইট, একজন ওয়েইট্রেস আমাকে মেরেছে, কোন কারণ ছাড়াই সে আমাকে ঘুষি মেরেছে৷ ঘটনাটা কি? বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে, ব্রিটিশ রাগবি খেলোয়াড় ড্যানি সিপ্রিয়ানিকে নিয়ে ২৪তম জন্মদিনের প্রথম মুহুর্তগুলো পার করছিলেন লোহান৷ ভালোই চলছিলো লিন্ডসে লোহানের জন্মদিনের পার্টি, কিন্তু এর মধ্যে হঠাৎ করে উদয় হন ড্যানি সিপ্রিয়ানির গার্লফ্রেন্ড জেসমিন ওয়াল্টজ৷ লিন্ডসে ও জেসমিনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে কিনা তা জানা যায়নি, তবে এসময় জেসমিন লিন্ডসের মুখে ঘুষি মেরে বসেন৷ বোঝা যাচ্ছে দুই নারীর এই মারামারি জেসমিনের প্রেমিক পুরুষ ২২ বছর বয়স্ক ড্যানিকে নিয়েই৷

জানা গেছে, ড্যানি সিপ্রিয়ানি ইদানিং তাঁর বান্ধবী জেসমিনকে বাদ দিয়ে লিন্ডসের দিকে ঝুঁকে পড়েন৷ লিন্ডসের সঙ্গে ড্যানির এই মাখামাখি লক্ষ্য করেই লিন্ডসে লোহানের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন জেসমিন ওয়াল্টজ৷ তারপর থেকে মনের ঝাল মেটানোর সুযোগ খুঁজছিলেন ২৭ বছর বয়স্ক এই মডেল কাম ওয়েইট্রেস৷ জানা গেছে জেসমিন হলিউডের অন্যতম নাইটক্লাব ভয়ুরে কাজ করেন৷ পাশাপাশি হলিউডের ‘ব্যাড বয়জ টু' এবং ‘প্লেজ দিস' নামে দুটি ছবিতেও ছোটখাটো চরিত্রে তিনি অভিনয় করেছেন৷ লিন্ডসে লোহানের মত হলিউডের নামি তারকার গায়ে হাত তোলার পর যে ভয়ুরের মত জায়গায় কাজ করা আর হবে না সেটি জেনেই শুক্রবারের কান্ডটি ঘটিয়েছেন জেসমিন৷ বিনোদন ওয়েবসাইট টিএমজেড ডট কম জানিয়েছে, ইতিমধ্যে ভয়ুরের ম্যানেজাররা তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন৷ কিন্তু লিন্ডসের জন্মদিনের আনন্দটাই এবার মাটি হয়ে গেল যে!

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক

সংশ্লিষ্ট বিষয়