1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

চিলির খনির সেই ঘটনা আসছে এবার রুপালি পর্দায়

চিলির সেই খনি শ্রমিকদের কথা মনে আছে৷ মাটির কয়েক কিলোমিটার নীচে রুদ্ধশ্বাস সময়গুলো যারা কাটিয়েছিলেন একসঙ্গে৷ ৩৩ জন খনি শ্রমিকের সেই দীর্ঘ ৬৯ দিনের কাহিনী এবার উঠে আসছে রুপালি পর্দায়৷

চিলি, খনি, শ্রমিক

যখন শ্রমিকরা খনিতে আটকে ছিলেন

গত ১৩ অক্টোবর খনির ভেতর থেকে উদ্ধার করা হয় খনি শ্রমিকদের৷ চিলির এই হিরোদের সাক্ষাৎকার পাওয়ার জন্য মরিয়া বিভিন্ন দেশের মিডিয়া৷ ছবি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে নেই৷ শ্রমিকদের আইনজীবী এদগার্দো রেইনোসো জানিয়েছেন, প্রতিদিন এই ধরণের অনুরোধ আসছে গড়ে ১০ টি করে৷ কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সতর্ক খনি শ্রমিকরা৷ তাঁরা চান না এই ঘটনাকে কেন্দ্র করে কেউ লাভের ব্যবসা গড়ে তুলুক৷ তাই তাঁরা সকলে মিলে একটি কোম্পানি গড়ে তুলেছেন, যাতে করে এই ঘটনা থেকে যদি কোন বাণিজ্যিক মুনাফা আসে তাহলে সকলে মিলে যেন তার ভাগ পান৷

Brad Pitt bei der ArtBasel

চিলির খনির ঘটনা এবার পর্দায় নিয়ে আসবেন ব্র্যাড পিট

যাই হোক সিনেমার কথায় আসি৷ জানা গেছে, হলিউডের তারকা ব্র্যাড পিটের প্রতিষ্ঠান প্ল্যান বি এন্টারটেইনমেন্ট কোম্পানি নাকি সবুজ সঙ্কেত পেয়েছে খনি শ্রমিকদের কাছ থেকে৷ যদি তাই হয়, তাহলেই খুব শিগগিরই খনির ভেতরের সেই শ্বাসরুদ্ধকর দিনগুলো উঠে আসবে সিনেমার পর্দায়৷ আরও জানা গেছে, এই ছবিতে অভিনয় করবেন খনি শ্রমিকদের কেউ কেউ৷ ইতিমধ্যে নতুন ছবির জন্য কয়েক মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে খনি শ্রমিকদের৷

হলিউড তারকা ব্র্যাড পিটের মালিকানাধীন প্রতিষ্ঠান প্ল্যান বি এন্টারটেইনমেন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি নির্মাণ করে নাম কামিয়েছে৷ তার মধ্যে সম্প্রতি জুলিয়া রবার্টস অভিনীত ‘ইট, প্রে, লাভ' ছবিটি বেশ সাড়া জাগিয়েছে৷ এদিকে, চিলির এই ঘটনাকে নিয়ে ছবি তৈরি করলেও তাতে ব্র্যাড পিট নিজে অভিনয় করছেন কিনা সেটি এখনও জানা যায়নি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই