1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

চিলিতে আবারো ভূকম্পন, সুনামি সতর্কতা প্রত্যাহার

দিন কয়েক আগের বিধ্বংসী ভূমিকম্পের পর চিলিতে বুধবারও ভূকম্পন অনুভূত হয়েছে৷ জারি করা হয় সুনামির সতর্কতা, ইতিমধ্যে তুলেও নেয়া হয়েছে তা৷ তবে, সর্বশেষ ভূকম্পনে প্রাণহানির কোন খবর এখনো পাওয়া যায়নি৷

default

ফাইল ফটো

চিলিতে বুধবার আবারো ভূমিকম্প পরবর্তী ভূকম্পন অনুভূত হয়েছে৷ এর মাত্রা ছিল পাঁচ দশমিক নয়৷ কম্পনের পর পরই সুনামির সতর্কতা জারি করা হয় চিলিতে৷ যদিও পরে জানা যায়, সুনামির সতর্কতা ছিল অপ্রয়োজনীয়৷

সুনামি আতঙ্ক

অপ্রয়োজনীয় সুনামি সতর্কতাই জনগণের মধ্যে আতঙ্ক তৈরিতে যথেষ্ট ছিল৷ আর তাই উপকূল থেকে অপেক্ষাকৃত দূরে অবস্থিত চিলির দক্ষিণাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর কনসেপসিয়নের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন৷

Flash-Galerie Chile Plünderung

নিরাপদ আশ্রয়ের খোঁজে তাঁরা অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে যাবার চেষ্টা করেন৷ জনমনে আতঙ্ক সৃষ্টি হয় যে, সুনামির ফলে কনেসপসিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া বিও বিও নদীর পানি বেড়ে যেতে পারে৷ যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সেরকম কিছু ঘটেনি৷

চলছে ত্রাণ ও পুনর্বাসন

চিলির ভূমিকম্প দুর্গত এলাকাগুলোতে ত্রাণ এবং পুর্নবাসন কার্যক্রম শুরু হয়েছে৷ এগিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক দাতাসংস্থাগুলো৷ দুর্গতরা জানাচ্ছেন সবচেয়ে বেশি প্রয়োজন পানীয় জল আর খাবার৷ এক ভূমিকম্প দুর্গত জানালেন, শিশুদের জন্য দুধ বা তোয়ালে নেই, নেই পানীয় জল৷ এই মুহুর্তে আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন পানীয় জল এবং খাবার৷ এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি আমরা৷

এদিকে চিলির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সবচেয়ে বেশী যেটা আলোচিত হচ্ছে তা হলো লুঠতরাজ এবং অরাজকতা৷ দেশটির প্রেসিডেন্ট মিশেল বাশেলেট পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ হাজার সেনা নিয়োগের ঘোষণা দিয়েছেন৷ এসব সেনা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ত্রাণ এবং পুর্নবাসন কার্যক্রমে সহায়তা করবে৷

Chile / Erdbeben / Talcahuano

তবে, এক দোকানদার জানালেন ভিন্ন এক খবর, আমি সঙ্গে অস্ত্র রেখেছি, কারণ ওরা আমার দোকানে আক্রমণের চেষ্টা করে, দিনে অন্তত তিনবার৷

নিহতের সংখ্যা ৭৯৯

এখন পর্যন্ত যে হিসেব তাতে দেখা যাচ্ছে, শনিবারের আট দশমিক আট মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা সাত শত নিরানব্বই জন৷ আর ভূমিকম্পে সবচেয়ে বেশী প্রাণহানি ঘটেছে চিলির দক্ষিণের শহর মাওলে-তে, পাঁচশত সাতাশি জন৷ এছাড়া বিও বিও অঞ্চলে নিহত হয়েছেন কমপক্ষে ৯২ জন৷ নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়