1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিজ্ঞান পরিবেশ

‘চাপ’-এর কারণে দুর্বল হয়ে যাচ্ছে রয়াল বেঙ্গল টাইগাররা!

এতদিন আমরা শুনে এসেছি, সুন্দরবনে রয়াল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে যাচ্ছে৷ এবার বিশেষজ্ঞরা বলছেন শুধু সংখ্যাতেই নয়, আকারেও ছোট হয়ে যাচ্ছে বাংলার বাঘ৷ ভারতের পশু কর্মকর্তাদের করা সাম্প্রতিক এক জরিপ থেকে জানা গেছে এই তথ্য৷

default

রয়াল বেঙ্গল টাইগার

একটি সুস্থ, প্রাপ্তবয়স্ক বাঘের ওজন হওয়ার কথা ১৪০ কেজির মত৷ সেখানে এখন সুন্দরবনে যে রয়াল বেঙ্গল টাইগার পাওয়া যাচ্ছে তাদের ওজন মাত্র ৯৮ কেজি! বলেছেন ‘সুন্দরবন টাইগার রিজার্ভ'-এর পরিচালক সুব্রত মুখার্জি৷ তিনি বলেন মাত্র ১০ বছর আগেও অবস্থা এমনটি ছিলনা৷

কিন্তু এখন কেন ব্যাঘ্রকুলের এই করুণ দশা? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, ‘চাপ'-এর কারণে বাঘের শরীরের ওজন কমে যাচ্ছে! আর এই চাপ-এর কারণ আর কিছুই নয়, জলবায়ু পরিবর্তন৷ কারণ এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে৷ তাই সুন্দরবনে ঢুকে যাচ্ছে নোনা পানি৷ আর কমে যাচ্ছে স্বাদু পানির উৎসের সংখ্যা৷ ফলে পর্যাপ্ত পানি পাচ্ছেনা বাঘ৷ এছাড়াও সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সুন্দরবনে বন্যার উপদ্রব বেড়েছে৷ ফলে মরে যাচ্ছে হরিণ - যেটা বাঘের অন্যতম খাবার৷ অর্থাৎ পর্যাপ্ত খাবার-দাবারের অভাব থেকেই বাঘের ওপর বাড়ছে চাপ৷

এছাড়াও বন উজাড় হয়ে যাচ্ছে৷ মানুষ তার প্রয়োজনে প্রতিনিয়ত অবৈধভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে৷ ফলে কমে যাচ্ছে বাঘের আবাসস্থল ও ঘোরাফেরার জায়গা৷

২০০১-০২ সালে করা সর্বশেষ বাঘ জরিপ অনুযায়ী, সুন্দরবনের ভারত অংশে রয়াল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল মাত্র ২৭৪৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক