1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

চলে গেলেন ‘বেকার স্ট্রিট’ খ্যাত গায়ক জেরি ব়েফার্টি

দীর্ঘ অসুস্থতার পরে স্কটিশ গায়ক-গীতিকার জেরি ব়েফার্টি ৬৩ বছর বয়সে প্রয়াত হলেন৷ স্বনামধন্য এই গায়কের ক্যারিয়ার তুঙ্গে ছিল ১৯৭০-এর দশকে৷

default

শার্লক হোমস খ্যাত বেকার স্ট্রিটের নামে গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন রেফার্টি

তাঁর বিখ্যাত বহু গানের মধ্যে ‘বেকার স্ট্রিট' এবং ‘স্টাক ইন দ্য মিডল উইথ ইউ' সবচেয়ে বেশি জনপ্রিয় হয়৷

বেশিরভাগ সময়ে তিনি গেয়েছেন স্কটিশ ফোক-রক ব্যান্ড, স্টিলার্স হুইলের সঙ্গে৷ ৭০-এর দশকের প্রথম দিকে ‘স্টাক ইন দ্য মিডল উইথ ইউ' দারুন হিট ছিল৷ আর ১৯৭৮ সালে বেকার স্ট্রিট ছিল ব্রিটিশ এবং মার্কিন তালিকার শীর্ষে৷ আর এরপরেই ব়েফার্টি তাঁর একক ক্যারিয়ার গড়া শুরু করেন৷ এখনও বিশ্বজুড়ে রেডিও স্টেশনগুলো থেকে ইথারে ছড়িয়ে পড়ে তাঁর কন্ঠ৷

জেরি ব়েফার্টি পেইসলিতে জন্মগ্রহণ করেন৷ এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী চলতি মাসের শেষে পেইসলিতেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক

সংশ্লিষ্ট বিষয়