1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

ঘোড়ার সঙ্গে যৌনক্রিয়া!

পৃথিবীতে কত আজগুবি ঘটনাই না ঘটে৷ এমনই একটা ঘটনা ঘটেছে ব্রিটেনে৷ সেখানে ঘোড়ার সঙ্গে যৌনক্রিয়া করার জন্য একজনকে শাস্তি দিয়েছে আদালত!

default

ঘটনাটা এরকম – ডেরেক উডস নামের ২৬ বছরের এক তরুণ৷ তাকে ঘোড়ার সঙ্গে যৌনক্রিয়ারত অবস্থায় গত বছরের আগস্টে আটক করে পুলিশ৷

তবে আটক প্রক্রিয়াটি সহজ ছিল না৷ এজন্য আস্তাবলে বসানো হয়েছিল গোপন ক্যামেরা৷ সঙ্গে ছিল অ্যালার্ম৷ ফলে যৌনকাজ করায় সময় উডসের হাত হঠাৎ ঐ অ্যালার্মের উপর পড়লে সে ধরা পড়ে যায়৷

এরপর তার বিচার শুরু হয়৷ আদালত তাকে দুই বছর পুলিশী পর্যবেক্ষণে থাকার শাস্তি দেয়৷ এছাড়া ঘোড়ার ঐ আস্তাবলের এক মাইলের মধ্যে সে যেতে পারবে না বলে জানিয়ে দিয়েছে৷

কিন্তু কেন সে এই কাজ করলো? এর উত্তর জানা যায় নি৷ কারণ উডসের আইনজীবী বলছেন, ধরা পরার পর উডস এতটাই লজ্জিত যে এই বিষয়টা নিয়ে সে কথা বলতে চায় নি৷

তবে জানা গেছে, উডস খুবই নিঃসঙ্গ একজন মানুষ এবং সে সবসময় অ্যালকোহল পান করে থাকে৷ অ্যালকোহলের প্রভাবমুক্ত হওয়ার জন্য আদালত তাকে চিকিৎসা নেয়ারও নির্দেশ দিয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

সংশ্লিষ্ট বিষয়