1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামোফোন রেকর্ডের কদর কমেনি

বেটিনা বুশ/এসবি১৫ সেপ্টেম্বর ২০১৬

পুরানো গ্রামোফোন রেকর্ড আজকের প্রজন্মের অনেকে চোখেই দেখেনি৷ সিডি, এমপিথ্রি, স্ট্রিমিং-এর যুগে তার দেখা পাওয়াই কঠিন৷ কিন্তু ছোট আকারে হলেও রেকর্ডের চাহিদা ও কদর আবার বাড়ছে৷

https://p.dw.com/p/1K1fw
গানের রেকর্ড
ছবি: Getty Images/M. Cardy

গ্রামোফোন রেকর্ডের কদর কমেনি

গানের রেকর্ড যেন বিলুপ্ত হয়ে গেছে৷ সিডি ও গান ডাউনলোডের ব্যবস্থা কালো চ্যাপটা চাকতিকে একেবারে কোণঠাসা করে দিয়েছে৷ কিন্তু আজকাল আবার রেকর্ড বিক্রি হচ্ছে৷ বার্লিনেও শুধু রেকর্ডের আলাদা দোকান রয়েছে, যেখানে ভক্তদের দেখা পাওয়া যায়৷ হানো হাকফোর্ট রেকর্ডের ভক্তদের একজন৷ তিনি বলেন, ‘‘যখন এই দোকান খোলা হয়েছিল, মনে ভীষণ আনন্দ হয়েছিল৷ কারণ এতে বোঝা গেল, রেকর্ডের একটা বাজার এখনো আছে, মানুষ সচেতনভাবে রেকর্ডের খোঁজ করছে৷''

জার্মানির উত্তরে ডিপহলৎস শহরে ক্রেতাদের চাহিদা অনুযায়ী রঙিন অথবা সাদা রেকর্ড তৈরি করা হয়৷ হলগার নয়মান কোম্পানির মালিক৷ গোটা ইউরোপে এমন পাঁচটি রেকর্ড উৎপাদনকারী সংস্থা রয়েছে৷ হলগার বলেন, ‘‘বাজারে সিডি আসার ফলে রেকর্ড তৈরির শিল্প বড় আঘাত পেয়েছিল৷ তখন আমরা অন্যান্য বন্ধুভাবাপন্ন কোম্পানির মূল্যায়ন জানতে চেয়েছিলাম৷ তারা বলেছিল, জায়গা থাকলে যন্ত্রগুলি রেখে দাও৷ সেগুলি তো তখনো চালু ছিল৷

তারপর সেই দিন এলো, যখন প্রথম ‘লাভ প্যারেড' অনুষ্ঠিত হল৷ ডিজে-দের রেকর্ডের প্রয়োজন পড়লো৷ তখন আমাদের কাছেও বায়না এল৷ মনে হল, এবার আবার রেকর্ডের সময় এসে গেছে৷ আর আজ আমাদের কাজের অভাব নেই৷''

যে রেকর্ডের আর চাহিদা নেই, সেগুলি দিয়ে চশমার ফ্রেম তৈরি করেন স্যাক টিপটন৷ ২০০৪ সাল থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরে এই ডিজাইনার গোটা বিশ্বের ক্রেতাদের জন্য এই কাজ করছেন৷ সবচেয়ে সস্তার মডেলরগুলির দামই ৩০০ ইউরো৷ টিপটন বলেন, ‘‘মানুষ মাঝে মাঝে সংস্কৃতির অবক্ষয় নিয়ে খুব দুঃখ করে৷ আরে, তোমরা এত ভাল সংগীত ধ্বংস করে দিচ্ছো! এই শিল্পীদেরই বা কী হবে? – এই সব বলে৷ কিন্তু মানুষকে বুঝতে হবে, যে সমাজ বই সহ যা কিছু সৃষ্টি করছে, তার সবকিছুই সাংস্কৃতিক মাস্টারপিস হয়ে উঠবে না৷ সব বই ক্ল্যাসিক হয়ে উঠবে না৷ রেকর্ডের ক্ষেত্রেও সেটা খাটে৷''

রেকর্ডের বিক্রি বেড়েই চলেছে৷ তবে জার্মানির গানের বাজারে এখনো তার ভাগ বড়ই কম৷ ২০১৫ সালে তা ছিল মাত্র ২.৮ শতাংশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য