1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

গ্রামকে সঙ্গে নিয়ে করতে হবে নগর পরিকল্পনা

কাজের সন্ধানে বা লেখাপড়া যে কারণেই হোক, প্রতিদিন গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাচ্ছেন মানুষ৷ ফলে বিশ্বের বড় বড় শহরগুলোতে জনসংখ্যা দিনদিন বেড়ে চলছে৷ অবিলম্বে নগর পরিকল্পনায় বিশেষ মনোযোগ দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

গ্রাম, শহর, নগর, মানুষ, সমাজ, লন্ডন, সাওপাউলো, ব্রাজিল, Brazil, Town, Urban, Village, Environment

নগর গড়ার আগেই ভাবতে হবে গ্রামের কথা

এমনিতেই শহরগুলোতে মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে কোলাহল৷ এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করলেন৷ বললেন, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর শতকরা ৭০ ভাগ মানুষ শহরমুখী হবেন৷ সম্প্রতি বিশ্বের নামকরা আবাসন কোম্পানি ‘মিপিম' এর বার্ষিক অনুষ্ঠানে একথা বলা হয়৷ সেখানে বলা হয়, মানুষের অতিরিক্ত সংখ্যা পরিবেশ এবং অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করবে৷ এবং এ কারণে অবিলম্বে নগর পরিকল্পনা জরুরী হয়ে দাঁড়িয়েছে৷

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি শহরে গত সোমবার হয়ে গেল ‘মিপিম' এর উদ্বোধনী অনুষ্ঠান৷ সেদিন লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, ‘‘বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে শহরগুলোর উপর৷'' ঐ অনুষ্ঠানে বিভিন্ন শহর থেকে আসা মেয়রদের প্রতিনিধিত্ব করছিলেন তিনি৷ বলছিলেন, শহুরে জীবনযাত্রাকে আরও সুন্দর করে তুলতে তাঁরা সকলে মিলে কাজ করা শুরু করেছেন৷

ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত বাণী রয়েছে৷ তিনি বলেছিলেন, ‘‘সত্তর হাজার গ্রামের উপর নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ৷'' ‘মিপিম' এর সেই জনসমাগমে মহাত্মা গান্ধীর উদ্ধৃতির কথা উল্লেখ করে জনসন বলেন, শহরগুলোর প্রয়োজনেই শহরগুলোর সঙ্গে সঙ্গে এর সাথে গ্রামগুলোকেও এর মধ্যে রেখে নগর পরিকল্পনা করতে হবে৷ কারণ গ্রামের সঙ্গে মানুষের শেকড়ের টান রয়েছে৷ তিনি বলেন, শহর মানে এমন জায়গা যেখানে পড়ালেখার এবং কাজের ভালো সুযোগ রয়েছে৷ সেই সঙ্গে যে জায়গাটিতে অপেক্ষাকৃত কম দূষণ হবে৷

‘রয়্যাল ইন্সটিটিউট অফ চ্যাটার্ড সার্ভে' বা আরআইসিএস এর সভাপতি রবার্ট পেটো সম্মেলনে বলেন, ১৯০০ সালে পৃথিবীর প্রায় ১৪ শতাংশ মানুষ শহরে বাস করতেন৷ ১৯৫০ সালে যা বেড়ে দাঁড়ায় ৩০ শতাংশে এবং এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে৷ বর্তমানে বিশ্বে চারশ'রও বেশি শহর রয়েছে, যে শহরগুলোর লোকসংখ্যা দশ লাখের বেশি৷ এই শহরগুলোর মধ্যে আবার ১৯টিতে ১ কোটিরও বেশি মানুষ বাস করে৷

শহরের লোকসংখ্যা এভাবে বাড়তে থাকলে আগামী চল্লিশ বছর পর শহরগুলোকে বাড়তি মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন