1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

গোপন সফরে ঢাকা গেলেন হ্যারি পটার কন্যা

হ্যারি পটার অভিনেত্রী এমা ওয়াটসন সম্প্রতি এক গোপন সফরে বাংলাদেশ ঘুরে এসেছেন৷ এসময় তিনি সাক্ষাৎ করেন গ্যাপ এবং প্রিমার্ক এর জন্য পোশাক উৎপাদনকারী শ্রমিকদের সঙ্গে৷

default

হ্যারি পটার এর তিন তারকা (ফাইল ফটো)

মাত্র ১১ বছর বয়সে ‘হ্যারি পটার এন্ড দ্যা ফিলোসফার'স স্টোন'-এ অভিনয়ের সুবাদে ব্যাপক খ্যাতি অর্জন করেন এমা ওয়াটসন৷ বর্তমানে অভিনয় আর লেখাপড়ার পাশপাশি তিনি কাজ করছেন বিখ্যাত নৈতিক ব্র্যান্ড ‘পিপল ট্রি'-র সঙ্গে৷ বার্তা সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী, এমা বাংলাদেশে পোশাক কারখানা পরিদর্শন করেন এবং শ্রমিকদের সঙ্গে সময় কাটান৷

বাংলাদেশ সফর প্রসঙ্গে এমা'র মন্তব্য হচ্ছে, আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি৷ এখন সময় এসেছে কিছুটা অর্জন মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার৷ তাই বাংলাদেশ সফরের উদ্দেশ্য ছিল কিভাবে ‘ন্যায্য বাণিজ্য' সাধারণ শ্রমিকের উন্নয়ন সাধন করছে তা দেখা৷

এমা জানান, শ্রমিকদের অবস্থা দেখে আমি বিচলিত হয়ে পড়ি৷ কিন্তু তাঁদের দৃঢ় মনোবল আর বন্ধুত্বপূর্ণ ব্যবহারে আমি অনুপ্রাণিত হয়েছি৷ ২০ বছর বয়সী এমা পোশাক শ্রমিকদের জীবনযাপন দেখতে ঢাকার বস্তিতেও গিয়েছিলেন৷ সেখানে গিয়ে তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে পিপল ট্রি কমিউনিটির কর্মকান্ডের প্রশংসা করেন৷

উল্লেখ্য, এমা ওয়াটসন ঢাকা সফরে গিয়েছিলেন এ বছরের জুলাই মাসে৷ কিন্তু গোপন সফরের গোপনীয়তার কারণে তা প্রকাশ পেল অগাস্টের শেষে মাত্র এই শুক্রবার৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

ইন্টারনেট লিংক