1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

গুয়েরেরোর শাস্তির কমাতে আপিল করবে হামবুর্গ

খেলার মাঠে সমর্থকদের কটুক্তিতে বিরক্ত হয়ে এক সমর্থককে বোতল ছুঁড়ে মারা পেরুর ফুটবলার গুয়েরেরোকে পাঁচটি ম্যাচে বরখাস্ত করার শাস্তি হয়েছে৷ যার অর্থ বুন্দেসলিগার বাকি খেলায় আর মাঠে দেখা যাবে না তাঁকে৷

default

পাওলো গুয়েরেরো

হামবুর্গের স্ট্রাইকার পাওলো গুয়েরেরোকে মনে আছে তো ? কয়েকদিন আগে গত সপ্তাহান্তে বুন্দেসলিগায় হানোফার বনাম হামবুর্গের ড্র হয়ে যাওয়া খেলার শেষে পেরুর এই স্ট্রাইকার এক সমর্থককে প্লাস্টিকের জলের বোতল ছুঁড়ে মারেন৷ কারণ, খেলায় ড্র হয়ে হামবুর্গের বুন্দেসলিগায় অবস্থান বেশ খারাপ হয়ে যায় সে সময়৷ সমর্থকটি গুয়েরেরোর উদ্দেশে চিত্কার করে বলেছিলেন, ‘গোল করতে পারছ না, দেশে ফিরে যাও৷' ক্ষিপ্ত গুয়েরেরোর এই প্রতিক্রিয়াতে রীতিমত পাল্টা প্রতিক্রিয়া দেখা দেয়৷ তাঁর ক্লাব হামবুর্গ প্রথমেই সেই অনাকাঙ্খিত আচকণের জন্য বিশ হাজার ইউরো জরিমানা করে গুয়েরেরোকে৷

বুন্দেসলিগার খেলার মাঠে শৃঙ্খলারক্ষা কমিটি বা ডিএফবি এই বিষয়টিতে হস্তক্ষেপ করে এরপরে৷ ধারণা করা হচ্ছিল, এ ধরণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এই কমিটি হস্তক্ষেপ করবেই৷ গত সোমবার ক্ষমাপ্রার্থনা করেন গুয়েরেরো তাঁর আচরণের জন্য৷ সেই ক্ষমাপ্রার্থনার পরেও বুন্দেসলিগার শৃঙ্খলারক্ষা কমিটি বৃহস্পতিবার গুয়েরেরোকে মোট পাঁচটি ম্যাচের জন্য সাসপেন্ড ঘোষণা করে তাদের রায়ে৷ গুয়েরেরোর ক্লাব হামবুর্গ এই শাস্তি বিষয়ে মুখ খুলল শুক্রবার৷ ক্লাবের মুখপাত্র জানিয়েছেন, ডিএফবি-র এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন গুয়েরেরো এবং তাঁর ক্লাব দুই পক্ষই৷

উল্লেখ্য, বেলজিয়ামে ইউরোপা লিগের খেলায় বৃহস্পতিবার ফিরতি ম্যাচে স্ট্যান্ডার্ড ল্যুটিশকে ৩-১ গোলে হারিয়েছে হামবুর্গ৷ এই তিনটি গোলের মধ্যে আবার গুয়েরেরো করেছেন একটি গোল৷ এরপর বুন্দেসলিগার বাকি ম্যাচগুলোতে যাতে তাঁকে পাওয়া যায় তার জন্য চেষ্টা করছে হামবুর্গ৷ বস্তুত বুন্দেসলিগায় হামবুর্গের আর পাঁচটি ম্যাচই খেলা বাকি৷ কিন্তু ডিএফবি-র রায় অনুযায়ী সেই সবগুলো ম্যাচেই বাতিল হয়ে পড়েছেন দলের জন্য প্রয়োজনীয় স্ট্রাইকার৷ হামবুর্গ আপিল করলে গুয়েরেরোর শাস্তি কিছু কমতে পারে এমন সম্ভাবনা যেমন আছে তেমনই আবার তাঁর শাস্তির মেয়াদ বেড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷ গুয়েরেরো নিজে কিন্তু আশাবাদী যে এই সিজনেই তিনি আবারও নামতে পারবেন বুন্দেসলিগায়, হামবুর্গের হয়েই৷

প্রতিবেদক : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : দেবারতি গুহ

সংশ্লিষ্ট বিষয়