1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

খেলা হবে, তবে দর্শক থাকবে না আর্জেন্টিনায়

শনিবার থেকে ফুটবল মৌসুম শুরু আর্জেন্টিনায়৷ শুরুটা হচ্ছে অদ্ভুত এক নিয়মে৷ গ্যালারিতে দর্শক নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন৷ পুরো মৌসুম নয়, আপাতত আগামী দু’সপ্তাহ খেলা হবে এ নিয়মে৷

আর্জেন্টিনার ফুটবল মাঠে হাঙ্গামা লেগেই আছে৷ দর্শকদের মধ্যে মারামারি হালে প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ গতমাসে এক প্রাক মৌসুম ম্যাচে দর্শকদের মারামারিতে দু'জন মারা যান৷ দু'জনই বুইনস আইরেসের বোকা জুনিয়র্স ক্লাবের সমর্থক৷ সান লরেনজোর বিপক্ষে ম্যাচ শেষের সহিংসতায় দুটি তাজা প্রাণ যাবার পরই নড়ে চড়ে বসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)৷ তাদের সিদ্ধান্ত, দেশের ফুটবল থেকে সহিংসতা কমাতে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে৷ তাই প্রথম দু'সপ্তাহে গ্যালারিতে কোনো দর্শক ঢুকতে দেয়া হবেনা৷ খেলা দেখবেন শুধু ক্লাব কর্মকর্তারা৷ শুধু স্থানীয় ক্লাবের সমর্থকদের নিষিদ্ধ করা হচ্ছে শুরুতে৷ তারপর থেকে অতিথি দলের দর্শকদেরও আর ঢুকতে দেয়া হবেনা মাঠে৷ জমজমাট খেলা হচ্ছে, কিন্তু গ্যালারিতে বসে থাকবেন কর্মকর্তারা, একজনও দর্শক নেই – কী অদ্ভুত, তাই না!

এএফএ-কে এমন কঠোর অবস্থান নিতে হচ্ছে বাধ্য হয়ে৷ মাঠের হাঙ্গামা কমাতে এতদিন কোনো ব্যবস্থা না নেয়ায় সমালোচনা হচ্ছিল দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার৷ অবশেষে মাঠে শান্তিপূর্ণ পরিবেশে খেলার নিশ্চয়তা পেতে দর্শকশূন্য গ্যালারিতে খেলা আয়োজনের কথা ভাবছে তারা৷ সরকারেরও সমর্থন আছে তাতে৷

এসিবি/ডিজি (এপি)

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়