1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

খেলছেন না রায়ান, মাশরাফি বিতর্ক

ইংল্যান্ডের ক্রিকেটার রায়ান সাইডবটম বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজে অংশ নিচ্ছেন না৷ কারণ ঊরুর ইনজুরি৷ ইংল্যান্ড দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন এই খবর৷ তবে তাঁর বদলে দলে জায়গা পাচ্ছেন ক্রিকেটার টিম ব্রেসনান৷

default

মাশরাফি (ফাইল ফটো)

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেই রায়ানের ইনজুরি আবারও দেখা দেয়৷ এরপর এমন এক ঘোষণা প্রত্যাশিতই ছিল৷

ইতিমধ্যে অবশ্য একদিনের সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-০তে এগিয়ে গেছে ইংল্যান্ড৷ শুক্রবার একদিনের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও জয়ের প্রত্যাশাই রাখছে দলটি৷ আর তারপর ১২ই মার্চ থেকে শুরু হবে টেস্ট সিরিজ৷

এদিকে, পরাজয়ের পাশাপাশি বাংলাদেশের দুই খেলোয়াড় মাশরাফি আর সাকিব এর মধ্যে দ্বন্দ্ব নিয়ে সরব সংবাদমাধ্যমগুলো৷ জানাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেই দল থেকে আলাদা হয়ে গেছেন মাশরাফি৷ চলে গেছেন হোটেল ছেড়ে৷ দ্বিতীয় ম্যাচে আর দেখা যায়নি তাঁকে৷ কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে মাশরাফি তেমন কিছু না জানালেও সংবাদমাধ্যমগুলোর দাবি, মূলত অধিনায়ক সাকিব আল হাসান আর কোচের সঙ্গে দ্বন্দ্বই এর কারণ৷ সম্ভবত, দীর্ঘ ইনজুরি থেকে ফেরায় দ্বিতীয় ম্যাচে তাঁকে দলে রাখতেই চাননি কোচ-অধিনায়ক৷

অবশ্য সর্বশেষ খবর থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স যোগাযোগ করেছেন মাশরাফি-র সঙ্গে৷ সাতই মার্চ থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনুরোধও করা হয়েছে তাঁকে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সংশ্লিষ্ট বিষয়