1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

খুঁজে পাওয়া গেল দুর্লভ কিছু নির্বাক ছবির ফিল্ম

নির্বাক ছবির যুগ শেষ হয়েছে সেই কবে, কিন্তু সিনেমা জগতের শুরুটা হয়েছিল এই নির্বাক ছবির মাধ্যমেই৷ হলিউডের সেই যুগের কিছু দুর্লভ নির্বাক ছবির ফিল্ম সম্প্রতি পাওয়া গেছে নিউজিল্যান্ডের চলচ্চিত্র আর্কাইভে৷

default

কিন্তু এসব ছবির ফিল্ম এতদূর পর্যন্ত গেল কিভাবে ? জানা গেছে, বিগত শতাব্দীর বিশের দশকে নির্মিত এসব ছবির ফিল্মগুলো প্রদর্শণীর জন্য পাঠানো হয়েছিল নিউজিল্যান্ডে৷ ওইসময় ঠিকঠাকভাবেই পৌঁছেছিল এসব ফিল্ম৷ কিন্তু সেগুলো যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর বেলায় বাধে বিপত্তি৷ কর্তৃপক্ষ দেখে যে জাহাজে করে এসব ফিল্ম সেই সুদূর মার্কিন মুল্লুকে ফেরত পাঠাতে গেলে অনেক খরচ লেগে যাবে৷ তাই আর সেসব ফিল্ম পাঠানো হয়নি, সেগুলো রয়ে যায় নিউজিল্যান্ডে৷ এর কয়েক বছর পর শুরু হয় সবাক ছবির যুগ৷ সবাক ছবির ভীড়ে এইসব নির্বাক ছবির কথাও ভুলে যায় সকলে৷ দীর্ঘ প্রায় ৯০ বছর পর সেগুলো আবারও উদ্ধার করা হয়েছে নিউজিল্যান্ডের চলচ্চিত্র আর্কাইভে পড়ে থাকা স্তুপ থেকে৷ লস এঞ্জেলেসের অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস এর ব্রায়ান মিক্যাম বলেন, খুঁজে পাওয়া এসব ফিল্মের মধ্যে কিছু রয়েছে যেগুলো সত্যিই দুর্লভ৷ যেমন ১৯২৭ সালে বিখ্যাত পরিচালক জন ফোর্ডের নির্মিত আপস্ট্রিম ছবিটি৷ আরও রয়েছে বিশের দশকের বিখ্যাত অভিনেত্রী ক্লারা বো অভিনীত নির্বাক ছবি৷ তবে এসব ফিল্ম খুঁজে পাওয়া গেলেও সেগুলো যুক্তরাষ্ট্রে ফেরত দেওয়ার কথা জানায়নি নিউজিল্যান্ড কর্তৃপক্ষ৷


স্টিগ লারসেনের অপ্রকাশিত লেখার খোঁজ

বিখ্যাত থ্রিলার কাহিনী মিলেনিয়াম এর লেখক স্টিগ লারসনের তরুণ বয়সে লেখা কিছু পান্ডুলিপি পাওয়া গেছে সম্প্রতি৷ সুইডেনের ন্যাশনাল লাইব্রেরি এইসব পান্ডুলিপি পাওয়ার কথা জানিয়েছে৷ এইসব পান্ডুলিপি কখনো প্রকাশিত হয়নি৷ ন্যাশনাল লাইব্রেরির কর্মকর্তা মাগডালেনা গ্রাম জানিয়েছেন, ১৯৭০ সালের দিকে যখন স্টিগ লারসেনের বয়স ছিল ১৭ তখন এইসব লেখা লিখেছিলেন তিনি৷ বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক এই সব কাহিনী তিনি একটি ম্যাগাজিনে ছাপা হওয়ার জন্য পাঠিয়েছিলেন৷ তবে তা ছাপা হয়নি৷ এখন সেগুলো প্রকাশ করা হবে কিনা তা লারসনের পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করা হবে বলে জানিয়েছেন মাগডালেনা গ্রাম৷

উল্লেখ্য, স্টিভ লারসনের লেখা বিখ্যাত সিরিজ মিলেনিয়াম এখন পর্যন্ত বিশ্বের ৩০টি ভাষায় অনূদিত হয়েছে৷ তবে দুঃখের কথা হলো, ২০০৫ সালে এই সিরিজ প্রকাশিত হলেও তা দেখে যেতে পারেননি তিনি৷ ২০০৪ সালের নভেম্বরে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৫০ বছর বয়সে মারা যান এই প্রতিভাবান সুইডিশ লেখক৷

প্রতিবেদন : রিয়াজুল ইসলাম

সম্পাদনা : দেবারতি গুহ

সংশ্লিষ্ট বিষয়