1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিজ্ঞান পরিবেশ

খাবার পানির সংকট কমাতে পারে ঘন কুয়াশা

ঘন কুয়াশার অনেক অসুবিধার কথা আমরা জানি৷ তবে এই ঘন কুয়াশা কিন্তু কাজেরও হতে পারে৷ জার্মানির একদল বিজ্ঞানী সেই চেষ্টাই করছেন৷

default

বিষয়টা হলো – বিশুদ্ধ পানি৷ বিজ্ঞানীরা কুয়াশা থেকে পানি সংগ্রহ করে দেখেছেন সেই পানির গুণাগুণ অনেক ভাল৷ পানি সংগ্রহের জন্য তাঁরা ব্যবহার করেছেন জাল৷ ইতিমধ্যে ইরিত্রিয়ার কয়েকটি ছোট পরিবার ও স্কুলে এভাবে পানি সরবরাহ করেছে জার্মানিরই একটি সাহায্য সংস্থা ওয়াটার ফাউন্ডেশন৷ এই সংস্থারই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আর্নস্ট ফ্রস্ট৷ তিনি বলছেন, একটি জালের সাহায্যে প্রতিদিন প্রায় ১৭০ লিটার পানি সংগ্রহ করা সম্ভব, যা দিয়ে একটি বড় পরিবারের কাজ সহজেই চলে যেতে পারে৷

এছাড়া জাল দিয়ে কুয়াশা থেকে পানি সংগ্রহ করতে খরচও খুব বেশি হয়না৷ এমনটাই বলছেন অধ্যাপক অটো ক্লেম৷ জার্মানির ম্যুনস্টার বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক দীর্ঘদিন ধরে গবেষণা করছেন কুয়াশা নিয়ে৷ তিনি বলছেন, গ্রীষ্মপ্রধান দেশে রোদ থেকে বাঁচার জন্য যে জাল ব্যবহার করা হয়, সেই ধরণের জাল দিয়েই পানি সংগ্রহের কাজটি করা যাবে৷

তবে পানি সংগ্রহের কাজটি যে একেবারে সহজ তা নয়৷ জাল ঠিকভাবে লাগানো ও তা দেখেশুনে রাখা একটু ঝামেলার কাজই বটে৷ তবে ঠিকমত প্রশিক্ষণ দিলে কাজটি আর কঠিন থাকবেনা বলেই মনে করেন ওয়াটার ফাউন্ডেশনের কর্মকর্তা ফ্রস্ট৷

সম্প্রতি জার্মানির ম্যুনস্টারে হয়ে গেল কুয়াশা নিয়ে একটি সম্মেলন৷ ৩০টি দেশের ১৪০ জন কুয়াশা বিজ্ঞানী মিলিত হয়েছিলেন সেখানে৷ কুয়াশা থেকে পানি সংগ্রহের বিষয়টি আরও কীভাবে এগিয়ে নেয়া যায় তা-ই আলোচনা হয়েছে সম্মেলনে৷

বিজ্ঞানীদের গবেষণায় আরও ভাল কোন উপায় বের করে নিয়ে আসুক এটাই সবার প্রত্যাশা৷ তাহলে বিশ্বের শুষ্ক স্থানগুলোতে পানির সংকট কিছুটা হলেও কমতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

সংশ্লিষ্ট বিষয়