1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন না শচিন

ক্রিকেটের রাজপুত্র শচিন তেন্ডুলকার নাকি বিদায় নিচ্ছেন? গত সপ্তাহ জুড়ে জমাট আড্ডার সবচেয়ে ভালো বিষয় ছিল এটি৷ কিন্তু সেই আলোচনার আগুনে পানি ঢেলে দিলেন তিনি নিজেই৷ বললেন, ‘‘বিদায় নিচ্ছি না৷’’

default

শচিন তেন্ডুলকার

শচিন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের আসর থেকেই বিদায় নেবেন বলে জানিয়েছিল বেশ কয়েকটি সংবাদসংস্থা৷ আর চ্যাম্পিয়ন হয়ে বিদায় নেবেন - এমনটাই স্বপ্ন ছিল সমর্থকদের৷ অথচ শেষ পর্যন্ত দেখা গেল যে, ভারত চ্যাম্পিয়ন হলো ঠিকই, কিন্তু বিদায় নিলেন না শচিন৷ গতকাল বিষয়টি নিয়ে তাঁর মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকরা৷ শচিনের কাছে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল, তিনি কী সত্যিই বিদায় নিচ্ছেন ? এ প্রশ্নে অবাক হয়েই তাকিয়ে ছিলেন তিনি৷ বললেন, না তিনি বিদায় তো নেননি৷ আর আপাতত সেই পরিকল্পনাও নেই৷ বরং ভবিষ্যতে আরো ভালো খেলতে চান তিনি৷ ভারতকে দিতে চান আরও উপহার৷

শচিন জানান, ‘‘একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি বিদায় নেননি৷ আর যদি কখনো এমন কোনো সিদ্ধান্ত তিনি নেন, তাহলে নিজেই সেই কথা তিনি ঘোষণা করবেন৷'' প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি তিনি আগামী বিশ্বকাপ ক্রিকেটেও খেলবেন ? এর উত্তরে শচিনের উত্তর, ‘‘সেটা হয়তো সম্ভব নয়৷ তবে আমি সব সময় বর্তমানকে নিয়ে ভাবি৷ ভবিষ্যতের ভাবনা ভবিষ্যতেই করা যাবে৷''

১৯৮৯ সালের নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটের মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে নিজের যাত্রা শুরু করেন শচিন৷ শচিনের নামের পাশে লেখা আছে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৯৯টি শতরানের ইনিংস৷ তাঁর প্রথম সেঞ্চুরি এসেছে টেস্ট ক্রিকেট থেকে৷ মাত্র ১৭ বছর বয়সেই প্রথম সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের বিপক্ষে৷ আর প্রথম ওয়ানডে সেঞ্চুরি করতে তাঁর অপেক্ষা করতে হয়েছিল পাঁচ বছর৷

১৯৯৪ সালের সেপ্টেম্বর মাসে, একদিনের একটি ম্যাচে শচিন তাঁর প্রথম সেঞ্চুরিটি আদায় করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে৷ ততোদিনে টেস্ট ক্রিকেটে তাঁর ৭টি ঝকঝকে সেঞ্চুরি দেখেছে বিশ্ব৷ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শচিন'কে৷ বিশ্বক্রিকেটে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে, তাঁর চেয়ে বেশি সেঞ্চুরির মালিক কেউ নেই৷

বিশ্বকাপে সর্বাধিক ৪৫টি ম্যাচ খেলে গড়ে ৫৬.৯৫ করে সর্বাধিক ২২৭৮ রান করেছেন শচিন তেন্ডুলকার৷ আর সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ সেঞ্চুরি ১৫টি৷ দু'টিই সর্বাধিক পরিমাণের রেকর্ড৷ এ পর্যন্ত মোট ১৭৭টি টেস্ট খেলেছেন শচিন৷ আর নিজের ‘কেরিয়ার গ্রাফে' একদিনের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা তাঁর ৪৫৩টি৷ টেস্টে করেছেন ১৪ হাজার ৬৯২ রান৷ আর ওয়ানডেতে ১৮ হাজার ১১১ রান৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ