কোন্দলই লিটন হত্যার কারণ? | পাঠক ভাবনা | DW | 04.01.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

কোন্দলই লিটন হত্যার কারণ?

এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকান্ডের জন্য দলের কোন্দলই দায়ী,  জঙ্গিরা নয়- এমনটাই মনে করেন ডয়চে ভেলের অনেক ফেসবুক পাঠক৷ তবে ভিন্ন মতও রয়েছে৷

এম পি লিটন (ফাইল ফটো)

এম পি লিটন (ফাইল ফটো)

ক্ষমতার জন্য  বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে বলে মনে করেন পাঠক মো. লোকমান৷ ‘‘কাকে মেরে কে ক্ষমতায় যাবে বাংলাদেশে চলছে তারই লড়াই''- এই ধারণা তাঁর৷

‘‘জঙ্গি নয়, কোন্দলের শিকার এমপি লিটন'' - এই মন্তব্য মোহাম্মদ সালেহ বাবুর৷ তিনি বলছেন, ‘‘গত সাত বছরে যত খুন, গুম হয়েছে সবই দলীয় কোন্দলে৷ নারায়ণগঞ্জে সাত খুন, ফেনীর একরামুল হক খুন, পুরান ঢাকার মিল্কি আরো অনেকে৷''

অন্যদিকে রুহুল আমিন সজীবের ধারণা, ‘‘মন্দ যখন ভালোকে ছাপিয়ে যায়, তখন সৃষ্টিকর্তার পক্ষ হতে ঠিক এমনই প্রতিদান নেমে আসে৷'' 

আর লিটন হত্যাকাণ্ড সম্পর্কে আকাশ ইকবাল ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘এমপি লিটন হত্যাকাণ্ডে আমি যেটা ভাবছি, সেটা হলো, এটা দলীয় কোন্দল হতে পারে৷ এখন আমাদের অপেক্ষা করতে হবে...৷''

তবে সাদেক হোসেন মনে করেন, অন্য কেউ নয়, জামাত-শিবিরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে৷

সালেক মোহাম্মদ পুলিশের কর্মকান্ডে  খুবই সন্তুষ্ট৷ তিনি লিখেছেন, ‘‘এমপি লিটনের হত্যা নিয়ে হাজার রকমের চিন্তা করা যায়৷ বাংলাদেশ পুলিশ বিভাগের তদেন্তর মাধ্যমে যা হবে, সেটাই অফিসিয়াল সত্য বলে মানতে হবে৷''

আর পাঠক টিপু, আলি আজাদ, কামরুল হাসান, রাওফুল মিলন, ইমরান হোসেনের মতো আরো অনেকেই মনে করেন, এমপি লিটনের হত্যাকাণ্ডের পেছনে কোন্দলই কাজ করেছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় তাঁরা এমনটিই জানিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন