1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

কুমির দেখেও ভয় পায় না যে বেড়াল

কথায় বলে ‘জলে কুমির, ডাঙায় বাঘ'৷ সাধারণত ‘উভয়সংট' বোঝাতেই এ কথার প্রয়োগ করা হয়৷ তবে আমি যে গল্প বলবো, তাতে জলে কুমির ছিল ঠিকই, কিন্তু ডাঙায় ছিল একটা বেড়াল৷ তবে বাঘের থেকে কোনো অংশে কম যায় না এই বাঘের মাসি!

কুমির দেখে কার না ভয় লাগে? তার ওপর সেটা যদি এমন একটা জায়গা হয়, যেখানে একটা নয়, দু'টো নয়, অগুন্তি কুমির কিলবিল করছে – তা হলে তো কথাই নেই৷ ভয় পাওয়ারই কথা৷

কিন্তু আমাদের খুদে বিড়ালটা ষণ্ডামার্কা কুমির দেখে ভয় তো পায়ই-নি, বরং এগিয়ে এসে একেবারে তার পিঠে চড়ে বসেছিল৷ সে এক দেখবার মতো ঘটনা...৷ তারপর কী হলো? না, আমি বলবো না৷ সেটা জানতে ক্লিক করুন ভিডিওটিতে৷ আর দেখুন কুমির আর বাঘের মাসির লড়াই৷

ডিজি/এসি

দেখলেন? বলুন তো শেষ পর্যন্ত কে জিতলো? বিড়াল না কুমির?

নির্বাচিত প্রতিবেদন