1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

‘কাভি খুশি কাভি গম'-এর দ্বিতীয় পর্ব

২০০১ সালের বক্স অফিস কাঁপানো ছবি ‘কাভি খুশি কাভি গম’৷ পরিচালক করণ জোহর এছবির দ্বিতীয় পর্ব তৈরি করার ভাবছেন এবার৷

Karan Johar

‘কাভি খুশি কাভি গম' ছবির পরিচালক করণ জোহর

বলিউডের তিন বড় মাপের তারকাকে একসঙ্গে এই ছবিতে আনতে সক্ষম হয়েছিলেন চলচ্চিত্রকার করণ জোহর৷ অভিনয় করেছিলেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং ঋত্বিক রোশান৷ সামাজিক ঘরোয়া ছবি, গোটা পরিবারকে নিয়ে একসঙ্গে বসে দেখার মত ছবি৷

জনপ্রিয় এবং ব্যবসা সফল এই ছবিটির দ্বিতীয় পর্ব তৈরির কথা ভাবছেন করণ জোহর৷ নিজস্ব ব্লগে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন লিখেছেন, ‘‘করণ জোহর আর আমি দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র জগতের খুঁটিনাটি নিয়ে আলাপ আলোচনা করি৷

Sharukh Khan, Kajol

জোহর'এর সঙ্গে শাহরুখ খান এবং কাজল

তিনি গোয়ায় বেড়াতে গিয়েছিলেন আর সেখানেই হঠাৎ করে তাঁর মাথায় আসে ‘কাভি কুশি কাভি গম'-এর দ্বিতীয় পর্ব বানালে কেমন হয়? আর যেহেতু প্রথম পর্বে যাঁরা অভিনয় করেছিলেন তাঁরা এখনও সবাই আছেন, তাহলে আর থেমে থাকা কেন?''

কী দেখানো হবে দ্বিতীয় পর্বে? ভাইয়ে-ভাইয়ে সমস্যা, নিজস্ব চিন্তা-ভাবনায় চলতে একেকজন আগ্রহী, এছাড়া বাবার বিশাল ব্যবসা আর সম্পত্তি নিয়ে ঝামেলা৷

Amitabh Bachchan

‘কাভি কুশি কাভি গম'-এর দ্বিতীয় পর্ব বানালে কেমন হয়? নিজের ব্লগে ফ্যানদের সামনে এ প্রশ্ন তুলেছেন অমিতাভ বচ্চন

তবে অবশ্যই দেখানো হবে বাবা-মায়ের প্রতি ভালবাসা, পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক৷ এসবই অমিতাভ বচ্চন লিখেছেন তাঁর ব্লগে৷ প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও দেখা যাবে জয়া বচ্চন, কাজল এবং কারিনা কাপুরকেও৷

কী ভাবছেন আপনারা? এই প্রশ্ন ফ্যানদের সামনে তুলে দিয়েছেন অমিতাভ তাঁর ব্লগে৷ জানতে চাইছেন সবার উত্তর৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

ইন্টারনেট লিংক