1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

‘কান্দাহার কাণ্ড’ এবার সিনেমার পর্দায়

১৯৯৯ সালে একটি ভারতীয় বিমান তালেবান শাসিত আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া হয়েছিলো৷ এবার অমিতাভ বচ্চন অভিনীত মালায়লম ভাষার এক ছবিতে সেই ঘটনা ফুটিয়ে তোলা হবে৷

default

বলিউড'এর শাহেনশাহ অমিতাভ বচ্চনকে এবার দক্ষিণের মালায়লম ভাষায় কথা বলতে দেখা যাবে৷ তবে তিনি বেশিরভাগ সময়ে হিন্দীতেই কথা বলবেন, যেহেতু তাঁর চরিত্র উত্তর ভারতীয়, তাই এটা সম্ভব হচ্ছে৷ তবে মাত্র ৩ দিন শুটিং করলেই হবে৷ এমনকি এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি কোনো পারিশ্রমিকও নিচ্ছেন না৷ ইতিমধ্যেই বিগ বি শুটিং'এর জন্য উটিতে এসে পড়েছেন৷ এর আগেও তিনি সেখানে অসংখ্য ছবির শুটিং করেছেন, পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন৷ কিন্তু শুটিং-এর জায়গায় ইন্টারনেট সংযোগ নিয়ে সংশয় দেখা দেওয়ায় ব্লগ ও টুইটারের নেশায় মগ্ন এই ‘যুবক' কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন৷

এই ছবিতে বচ্চনের সঙ্গে থাকবেন মালায়লম চলচ্চিত্র জগতের তারকা মোহন লাল৷ তিনি মোহন লালের অভিনয় ক্ষমতার বিশেষ প্রশংসা করে বলেছেন, তাঁর মুখচ্ছবি, তাঁর শরীর যেন কথা বলে৷ তিনি কিছু না করলেও দর্শকরা তাঁকে বুঝতে পারেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

সংশ্লিষ্ট বিষয়