1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কনডম থেকে কনডম!

১৭ মার্চ ২০১১

না, শিরোনাম দেখে বিচলিত হবেন না৷ এখানে দু’বার কনডম লেখা হলেও দু’টো কিন্তু দুই জিনিস৷ এর মধ্যে একটা অবশ্যই কনডম মানে যা বোঝায় সেটা৷ আর অন্যটি হলো একটি শহরের নাম৷ যেটা ফ্রান্সে অবস্থিত৷

https://p.dw.com/p/10asz

এই নামের কারণেই তৈরি হয়েছে একটি খবর৷ সেটা হলো – একটি কোম্পানি বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে কনডম বিক্রি করে আসছিল৷ যেটার গায়ে লেখা ছিল ‘দ্য অরিজিনাল কনডম ফ্রম কনডম'৷ অর্থাৎ কনডম থেকে আসল কনডম!

কিন্তু মজার ব্যাপার হলো খোদ কনডম শহর বা ফ্রান্সের কোথাও এই কনডম পাওয়া যায় না৷ তবে কোম্পানিটির সদর দপ্তর ঐ শহরে অবস্থিত৷ আর কনডম তৈরি হয় মালয়েশিয়ায়৷

সম্প্রতি ফ্রান্সের একটি আদালত এই কনডম তৈরির প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে৷ রায়ে বলা হয়েছে, শুধুমাত্র বাণিজ্যিক কারণেই অসৎ উপায়ে শহরের নাম ব্যবহার করেছে কোম্পানিটি৷

পত্রিকায় প্রকাশিত খবর থেকে এই কনডমের খবর পাওয়ার পর শহরের মেয়র এই মামলা করার উদ্যোগ নিয়েছিলেন৷

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গেছে, একেকটি কনডমের দাম ছিল দেড় ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৪৫ টাকা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: মারিনা জোয়ারদার