1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

কঙ্কনার নতুন সংসার, এ এর রহমানের বিড়ম্বনা

বলিউডের ‘পেজ থ্রি’ খ্যাত অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা অবশেষে ঘর বাঁধলেন৷ বর বলিউডের ‘ভেজা ফ্রাই’ ছবির অভিনেতা রনবির শোরে৷ অনেকটা ঘরোয়া পরিবেশেই তাঁরা দুজন মালা বদল করলেন৷

Bollywood actress Konkona Sen Sharma

কঙ্কনা সেন শর্মা

গত দুই বছর ধরেই তাঁরা অবশ্য একসঙ্গে রয়েছেন৷ বাকি ছিল বিয়ের সামাজিক পর্বটা৷ আগেই জানা গিয়েছিল যে শুক্রবার সেটি হবে৷ কথামত তাই হয়েছে৷ তবে বরাবর যেমন মিডিয়ার স্পটলাইট থেকে দুরে থাকতে পছন্দ করেন এই জুটি, বিয়ের সময়ও তাই করলেন৷ জানা গেছে, গোরেগাওয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় বলিউডের তেমন কোন তারকাকে দেখা যায়নি৷ কঙ্কনা এবং রনবির দুজনই যতটা সম্ভব ঘরোয়াভাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন৷ তবে বিয়ের অনুষ্ঠানে দুজনকে দেখা গেছে নব দম্পতির মতই৷ বিনোদন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে শেরওয়ানি পরা রনবির ছিলেন সকলের মধ্যমণি৷ তাঁর মাথা থেকে পা ছিল ফুলে ঢাকা৷ অন্যদিকে বিয়ের পোশাক সজ্জিত কঙ্কনা সেনের গায়ে ছিল দিদিমার দেওয়া গহণা৷ বাঙ্গালি এবং পাঞ্জাবী দুই অঞ্চলের ঐতিহ্যই দেখা গেছে এই বলিউড জুটির বিয়ের অনুষ্ঠানে৷

Indian composer AR Rahman

অস্কার হাতে এ আর রহমান

থিম সং নিয়ে সমালোচনার মুখে এ আর রহমান

এদিকে আর কিছুদিন পর ভারতে শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস৷ কিন্তু গেমসের থিম সং নিয়ে উঠেছে সমালোচনা৷ আর এই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন প্রখ্যাত সঙ্গীতঙ্গ এ আর রহমান৷ সমালোচকদের কথা, এ আর রহমানের থিম সং ‘জিও উঠো বাধো জিতো' দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা'র ধারে কাছেও যেতে পারেনি৷ ফলে পাঁচ কোটি টাকা বৃথা গেল বলে তারা এ আর রহমানকে দুষছে৷ এসব সমালোচকের মধ্যে রয়েছেন সাবেক ক্রীড়া মন্ত্রী শাহনেওয়াজ হুসাইনও৷

এদিকে সমালোচকদের এইসব কথাবার্তার প্রতিবাদ জানিয়েছেন গানটির রচয়িতা মেহমুদ৷ তিনি আর এ আর রহমান মিলে ছয়মাস ধরে এই গানটি তৈরি করেছেন৷ মেহমুদ বলেন, মানুষ বুঝতে পারছে না যে এটি বলিউডের কোন গান নয়, এটি একটি থিম সং৷ এটি কোন বিশেষ খেলার ওপর তৈরি করা হয়নি, বরং এটি সব খেলার জন্যই৷ আমরা ৫৩টি দেশকে বিভিন্ন ইভেন্টে আমন্ত্রণ জানিয়েছি৷ এই গানটিতে একটি বিশেষ আবেগ জড়িত, বললেন মেহমুদ৷ কিন্তু তারপরও কি সমালোচকদের মুখ আর থামে?

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক