1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিজ্ঞান পরিবেশ

ওয়েব ক্লিকে সেরা ‘সামহোয়্যার ইন ব্লগ’

ইন্টারনেটে বাংলা ব্লগের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে৷ অবস্থা এমন যে, বাংলা সংবাদমাধ্যমের মতই ব্লগগুলোতে মানুষের ভিড় একইরকম৷ মনে হচ্ছে সবাই লিখতে শুরু করেছেন ইন্টারনেটে৷ ওয়েব নজরদারি সংস্থা অ্যালেক্সা ডটকম জানাচ্ছে এই তথ্য৷

default

অ্যালেক্সার হিসেবে রবিবার সেরা বাংলাদেশি ওয়েবসাইট ছিল দৈনিক প্রথম আলো৷ সাইটটির বাংলাদেশ ব়্যাংকিং সাত৷ অন্যদিকে সেরা ব্লগ সাইট সামহোয়্যার ইন ব্লগ ডটনেট৷ ব়্যাংকিংয়ে ঠিক আট নম্বরে অবস্থান এই ব্লগ সাইটটির৷ কমিউনিটি বাংলা ব্লগের পুরোধা এই সাইটটিতে সম্প্রতি খানিকটা পরিবর্তন আনা হয়েছে৷ প্লাস বা মাইনাস রেটিং ব্যবস্থা বাদ দিয়ে শুধু ‘ভালো লাগলো' বোতাম যোগ করা হয়েছে সামহোয়্যার ইন ব্লগে৷

এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, ‘‘আমাদের দীর্ঘ পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার আলোকে সামহোয়্যার ইন ব্লগ ‘বাঁধ ভাঙার আওয়াজ' এ একটি লেখার রেটিং তথা প্লাস-মাইনাস এর পরিবর্তে আমরা নতুন করে আবারও ভাবতে শুরু করি৷ ২০ জানুয়ারী ২০১১, বিকেল থেকে তাতে কিছুটা পরিবর্তন এনে শুধুমাত্র ‘পছন্দ' প্রকাশের একটি সুবিধা এবং লেখাটি কতবার পঠিত হয়েছে তা প্রথম পতায় দেখার একটি সুবিধা রাখা হয়েছে৷''

Arild Klokkerhaug Alex Vieux,

সম্প্রতি রেডি হেরিং এশিয়া অ্যাওয়ার্ড জয় করে সামহোয়্যার ইন

সামহোয়্যার ইন ব্লগের মুঠোফোন সংস্করণেও ব্যবহারকারী ক্রমশ বাড়ছে৷ তবে, মুঠোফোন সংস্করণে ব্লগ পড়ার সুবিধা থাকলেও লেখার সুযোগ নেই৷ অবশ্য, ভাষা সংক্রান্ত কারিগরি জটিলতার কারণেই সেটা বর্তমানে সম্ভব হচ্ছেনা৷

প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ টেকটিউনসও বেশ জনপ্রিয়তা পাচ্ছে ইন্টারনেটে৷ সাইটটি বছরের শুরুতে হ্যাকারদের কবলে পড়লেও আবারো নিজের অবস্থান ফিরে এসেছে৷ অ্যালেক্সা ব়্যাংকিংয়ে বর্তমানে টেকটিউনস এর অবস্থান ৩১৷

সংবাদমাধ্যম হিসেবে প্রথম আলো ডটকম সবচেয়ে পঠিত বাংলা সাইট হলেও এর ব্লগ সাইট বেশ পিছিয়ে৷ ওয়েব ক্লিকের হিসেবে প্রথম আলো ব্লগের অবস্থান ৫৪৷ এছাড়া বাংলা ব্লগ সাইট আমারব্লগ ডটকম বর্তমানে বাংলাদেশে ১১৮ তম অবস্থানে রয়েছে৷

উল্লেখ্য, ব্যবহারকারীদের ক্লিকের ভিত্তিতে বিভিন্ন সাইটের ব়্যাংকিং প্রকাশ করে থাকে অ্যালেক্স ডটকম৷ তাদের এই হিসেব গ্রহণযোগ্য হলেও একেবারে নির্ভুল নয়৷ সাইটটি থেকে রবিবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম