1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

ওয়াসিম আকরামকে বিয়ে করছি না : সুস্মিতা

বলিউড তারকা সুস্মিতা সেন বলেছেন, পাকিস্তানি ক্রিকেট তারকা ওয়াসিম আকরামকে বিয়ে করছেন না তিনি৷ আকরামের সঙ্গে তাঁর মেলামেশা নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটাতেই একথা জানান তিনি৷ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এ খবর দিয়েছে৷

default

বলিউড তারকা সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিয়ে নিয়ে জটিলতার খবরাখবরে গণমাধ্যেমর রমরমার মধ্যেই আকরামের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি স্পষ্ট করতে উদ্যোগী হন সুস্মিতা৷

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে কোলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালনে এখন ভারতে অবস্থানরত আকরামকে ইদানিং সুস্মিতার সঙ্গে আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে৷ কয়েকদিন আগেই মুম্বাইয়ের একটি নিশি অবকাশ কেন্দ্রে পুরো সন্ধ্যা একসাথে কাটিয়েছেন আকরাম ও সুস্মিতা৷ আর এ নিয়ে কোনো রাখ-ঢাকও করেননি তাঁরা৷

Wasim Akram

পাকিস্তানি ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম

অবশ্য, দুই বছর আগে দু'জনে মিলে টেলিভিশনে একটি রিয়েলিটি শো উপস্থাপনার সময় থেকেই এই জুটির মধ্যে একটি প্রণয় সম্পর্কের খবর গণমাধ্যমে চাওড় হয়৷ তবে, গত বছরের অক্টোবরে আকরামের স্ত্রী হুমার মৃত্যুর পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে৷ এই জুটির এখন বিয়ের সুযোগ আছে - এরকম একটা ধারণা তৈরি হওয়ায়, উৎসাহ বাড়ে জল্পনা কল্পনায়৷

তবে, সে যাই হোক ৩৪ বছর বয়সি এই সাবেক বিশ্বসুন্দরী এসব জল্পনা-কল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন আকরামকে বিয়ের কোনো ইচ্ছে নেই তাঁর৷

পিটিআই জানিয়েছে, সুস্মিতা বলেছেন, ‘‘এটা সত্যি নয়৷ ওয়াসিম চমৎকার মানুষ৷ তবে, আমি বিয়ে করছি না৷''

প্রতিবেদক : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : দেবারতি গুহ

সংশ্লিষ্ট বিষয়