1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

ওয়ান ডে সিরিজ থেকে বাদ অভিযুক্ত তিন পাকিস্তানি খেলোয়াড়

জল অনেক ঘোলা হয়েছে৷ কে দোষী আর কে নির্দোষ সেই অঙ্ক কষছেন অনেকে৷ বলা তো যায় না, হয়তো জুয়াড়িরা এটা নিয়েই হয়তো বেট ধরে বসে আছে! যাক, এই ক্রিকেট কেলেংকারির খবর এখন চাউর হয়ে গেছে সারা বিশ্বে৷

default

পাকিস্তান টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক সালমান বাট

ঘটনার সত্য-মিথ্যা বিশ্লেষণ আর তদন্তে প্রমাণিত হবার আগেই সর্বত্র ছিঃ ছিঃ রব পড়েছে৷ সব কিছু মিলিয়ে পাকিস্তানের ক্রিকেট টিমকে চলতে হচ্ছে খুব হিসাব কষে৷

আজই লন্ডনে অভিযুক্ত তিন খেলোয়াড়, টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক সালমান বাট, ওপেনিং বোলার মোহাম্মদ আমের এবং মোহাম্মদ আসিফ, এঁদের সঙ্গে কথা বলেছেন ব্রিটেনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ওয়াজিদ শামসুল হাসান৷ গোয়েন্দাদের নজরবন্দিতে রয়েছেন এই তিন খেলোয়াড়৷ আর রাষ্ট্রদূত হাসানের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি এই তিনজন সাত ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে তাঁদেরকে বাদ দিতে অনুরোধ জানিয়েছেন৷

তবে এই ক্রিকেটারত্রয় স্পষ্ট ভাষায় বলেছেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার৷ ঘুস কেলেংকারির সঙ্গে তাঁদের কোন যোগসাজশ বা সম্পর্ক নেই৷ তাঁদের নিয়ে যা হচ্ছে, তাতে তাঁরা ত্যক্ত-বিরক্ত৷ আর এর ফলে তাঁদের পক্ষে খেলায় মন দেয়া সম্ভব নয়৷ তাঁদেরকে মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও রাষ্ট্রদূতের কাছে নিজেদের দু:খের কথা বলছেন এই তিনজন৷

রাষ্ট্রদূত নিজেও ঐ খেলোয়াড়দের পক্ষই নিয়েছেন৷ জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন এই খেলোয়াড়রা নিরাপরাধ৷ তাঁদেরকে অপবাদের হাত থেকে রক্ষা করতে আইনগত ব্যবস্থা নেবে পাকিস্তান৷

ইতিমধ্যে তিন খেলোয়াড়ের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ৷

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযুক্ত খেলোয়াড়দের আকুতি শুনেছে৷ বোর্ড জানিয়েছে, তিন খেলোয়াড়ের স্থলাভিষিক্ত হবে নতুন তিন খেলোয়াড়, সেরকম ব্যবস্থাই নিচ্ছে তারা৷ মানে অভিযুক্ত তিনজন ব্রিটেন সফর সিরিজ থেকে বাদ- এ বিষয়টিই স্পষ্ট করলো পিসিবির কর্মকর্তারা৷

পাকিস্তানের ওয়ান ডে ক্রিকেটের অধিনায়ক শহিদ আফ্রিদি এ অবস্থায় বলেছেন, আমরা আমাদের ছেলেদের যতটা সম্ভব খেলার দিকেই মনোযোগ দিতে বলেছি৷ কারণ, আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট ম্যাচ উপহার দিতে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সংশ্লিষ্ট বিষয়