1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ বছরের জার্মান শব্দ ‘উদ্বাস্তু'

১৩ ডিসেম্বর ২০১৫

জার্মানিতে ২০১৫ সালে যে শব্দটি সবচেয়ে বেশি শোনা গেছে, সেটি হলো ‘ফ্ল্যুশ্টলিং', বহুবচনে ‘ফ্ল্যুশ্টলিংগে'৷ মানে হলো উদ্বাস্তু৷ বাকিদের মধ্যে রয়েছে ‘জে সুই শার্লি', ‘গ্রেক্সিট' ও ‘সেল্ফি স্টিক'৷

https://p.dw.com/p/1HM36
Deutschland Angela Merkel Kanzlerin der Flüchtlinge
ছবি: Reuters/B. Szabo

জার্মান ভাষা সমিতির মূল দপ্তর হলো ভিসবাডেন শহরে৷ প্রতিবছর তারা একটি করে শব্দ বাছেন ‘ওয়র্ড অফ দ্য ইয়ার' হিসেবে৷ সঙ্গে থাকে আরো কিছু শব্দ, যা বিদায়ী বছরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলী থেকে উঠে এসেছে৷

ভাষা সমিতি শুক্রবার ঘোষণা করে যে, এ বছরের বাছাই শব্দ হলো ‘ফ্ল্যুশ্টলিংগে' বা ‘উদ্বাস্তু' (বহুবচন)৷ কারণটা বোধগম্য: গত বারো মাসে ইউরোপ যে সমস্যা নিয়ে সবচেয়ে ব্যস্ত ছিল, সেটি হলো উদ্বাস্তু বা শরণার্থী সমস্যা৷ যেমন ২০০৮ সালের জার্মান ওয়র্ড অফ দ্য ইয়ার ছিল ‘ফিনানৎস ক্রিজে' বা আর্থিক সংকট৷

এ বছরের টপ টেন হলো:

১) ফ্ল্যুশ্টলিংগে বা ‘উদ্বাস্তু' (বহুবচন);

২) জ্য সুই শার্লি – জানুয়ারি মাসে শার্লি এব্দো হত্যাকাণ্ডের পর সারা বিশ্ব যে হ্যাশট্যাগের মাধ্যমে একত্রিত হয়েছিল: ‘আমিও শার্লি';

৩) গ্রেক্সিট – কথাটি ২০১১ সাল থেকে চালু; গ্রিস আর এক্সিট বা প্রস্থান মিলে তৈরি; অর্থ হলো, ইউরো এলাকা থেকে গ্রিসের বিদায় অথবা বহিষ্কার;

৪) সিলেক্টোরেনলিস্টে – এ বছরের গোড়ার দিকে খবর বেরোয় যে, জার্মান গুপ্তচর বিভাগ বিএনডি-র সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ জার্মানিতেই নজরদারি চালাচ্ছে; এনএসএ কমপিউটার ও ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য যে বিশেষ শব্দ ও অন্যান্য হদিশ ব্যবহার করছে, সেগুলিকে বলে সিলেক্টর; সেই সিলেক্টরগুলির তালিকা – সিলেক্টোরেনলিস্টে – প্রকাশ করতে জার্মান সরকারের আপত্তি নিয়ে একটা রাজনৈতিক ঝড় ওঠে জার্মানিতে;

৫) মোগেল-মোটর – মানে ‘জোচ্চুরির মোটর', অর্থাৎ ফল্কসভাগেন মোটর কোম্পানি তাদের গোপন সফটওয়্যার দিয়ে তাদের বিভিন্ন গাড়ির মডেলের গ্যাস নির্গমন যেভাবে বাস্তবের চেয়ে কম দেখিয়েছে, সেই কেলেঙ্কারি;

৬) ডুর্শভিঙ্কেন – মানে হাত নেড়ে বা হাত দুলিয়ে লাইনে দাঁড়ানো মানুষজনকে এগোতে বলা; ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ তাদের সীমান্তে উদ্বাস্তুদের যেভাবে বিনা বাধায়, বিনা নিয়ন্ত্রণে জার্মানি ইত্যাদি দেশের দিকে যেতে দিয়েছে, ইঙ্গিতটা তার প্রতি;

৭) সেল্ফি-স্টাব – মানে সেল্ফি স্টিক;

৮) শুমেল-ভেএম – মানে ‘ফাঁকির বিশ্বকাপ'; জার্মানি যেভাবে ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে; ‘ফাঁকির বিশ্বকাপ' সেদিকেই ইঙ্গিত করছে;

৯) ফ্লেক্সিটারিয়ার – মানে ‘ফ্লেক্সিট্যারিয়ান'; কথাটা এসেছে ইংরেজি ‘ফ্লেক্সিবল' বা ‘নমনীয়' শব্দটা থেকে, সঙ্গে যুক্ত হয়েছে ভেজিট্যারিয়ানের ‘-ট্যারিয়ান'; অর্থাৎ যারা সাধারণত নিরামিষ খেলেও মাঝেমধ্যে একটু-আধটু মাছমাংস খেয়ে ফেলেন;

১০) ভির শাফেন ডাস! – মানে ‘আমরা পারব!'; চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল উদ্বাস্তুদের দলে দলে জার্মানিতে আসা সম্পর্কে শুরু থেকেই যা বলে আসছেন, ‘আমরা সামলাতে পারব'৷

এসি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

আচ্ছা বন্ধু, তালিকার কোন শব্দটি আপনার সবচেয়ে পছন্দ? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান