1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন ওষুধ

২০ অক্টোবর ২০১২

‘স্টেফিলোককাস অরেয়াস’ বা এমআরএসএ এক ধরনের মারাত্মক জীবাণু৷ ওষুধ বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বলেই এদের ভয়াবহতা এত বেশি৷ সম্প্রতি নতুন অ্যান্টিবায়োটিক বাজারে এসেছে, যা এই জীবাণু দমনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে৷

https://p.dw.com/p/16Tgq
Medizin Krankheitserreger Bakterien Streptokokken Mikroaufnahme Vergrößerung 30000:1 Rasterelektronenmikroskop REM-Color medicine bacteria
ছবি: picture-alliance/OKAPIA

এমআরএসএ বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণুর বিরুদ্ধে লড়াইতে সাধারণ ওষুধপত্র একেবারেই অসহায়৷ প্রচলিত অ্যান্টিবায়োটিক দিয়ে কাবু করা যায় না এগুলি৷

এই প্রসঙ্গে বন ইউনিভার্সিটি ক্লিনিকের ইমিউনোলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রধান চিকিৎসক অ্যার্নস্ট মলিটর বলেন, ‘‘এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অস্ত্রের ভাণ্ডার তেমন পরিপূর্ণ নয়, যেমনটি দেখা যায় অন্যান্য জীবাণুর ক্ষেত্রে৷''

যে সব জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, তাদের মধ্যে এমআরএসএ অন্যতম৷ অনেক মানুষই এই জীবাণু বহন করে চলেছে৷

ডা. মলিটর জানান, ‘‘৩০ থেকে ৪০ শতাংশ নিশ্চয়তা দিয়ে বলা যায়, এই জীবাণু আমাদের নাকে ও গলবিলে অবস্থান করে৷ এটা স্বাভাবিক ব্যাপার৷ দুশ্চিন্তার কোনো কারণ নেই৷ তবে বিষয়টি মারাত্মক হয় তখনই, যখন এই জীবাণু থেকে ক্ষত, ফুসফুসের সংক্রমণ, রক্তদূষণ ইত্যাদির মত রোগ ব্যাধি দেখা দেয়৷''

সব এমআরএসএ ওষুধ প্রতিরোধী নয়

সব প্রজাতির এমআরএসএ, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট নয়৷ তবে যে সব এমআরএসএ ওষুধ প্রতিরোধী, সেগুলি জড়িত হয়ে পড়লে সমস্যা দেখা দেয়৷ পেনিসিলিনের মত গতানুগতিক অ্যান্টিবায়োটিক দিয়ে অন্যান্য ব্যাকটেরিয়া কাবু করা গেলেও এগুলিকে আয়ত্তে আনা যায় না৷

ডা. মলিটর বলেন, ‘‘এমআরএসএ'এর রয়েছে বিশেষ ধরনের এনজাইম বা উৎসেচক৷ তাই এখন পর্যন্ত পাওয়া অ্যান্টিবায়োটিক দিয়ে এই ধরনের জীবাণুকে ধ্বংস করা সহজ নয়৷''

চিকিৎসকরা যখন এই মারাত্মক ধরনের জীবাণুর অস্তিত্ব শনাক্ত করতে পারেন, তখন অনেক দেরি হয়ে যায়৷ জার্মানিতে এমআরএসএ'এর সংক্রমণে প্রতি বছর কয়েক হাজার রোগী মারা যায়৷ তিন ভাগের এক ভাগ সংক্রমণ, হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হয়ে থাকে৷ এই তথ্য জানা গেছে বিভিন্ন সমীক্ষা থেকে৷ অন্য দুই ভাগ সংক্রমণ নানা কারণে হয়ে থাকে, যা এড়ানো সহজ নয়৷

বিকল্প-অ্যান্টিবায়োটিক পার্শ্ব প্রতিক্রিয়াসম্পন্ন

অল্প কিছু বিকল্প-অ্যান্টিবায়োটিক এই ভয়ানক জীবাণুটিকে কাবু করতে পারে৷ তবে প্রায়ই এগুলির পার্শ্ব প্রতিক্রিয়া বিপজ্জনক৷ এছাড়া এই ওষুধ শরীরের সব জায়গায় একই রকম কাজে লাগে না৷ যেমন কোনো ওষুধ ফুসফুসের সংক্রমণে কাজে লাগলেও গিঁটের সংক্রমণ ভাল করতে ব্যর্থ৷

তবে সম্প্রতি চিকিৎসকদের মনে আশার আলো জাগিয়েছে একটি ওষুধ৷ আর তা হল, ফার্মাসিটিক্যাল কোম্পানি ‘আস্ট্রাসেনেকা'র তৈরি ‘সিনফোরো' নামের অ্যান্টিবায়োটিক৷ এটি এমআরএসএ জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে৷ ডা. মলিটর বলেন, ‘‘এই পদার্থের ব্যাপারে আমাদের আশা হল, এটি অন্যান্য বিকল্প ওষুধের তুলনায় অনেক কম পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন৷''

নতুন ওষুধে আশার আলো

আশা করা হচ্ছে, এই অ্যান্টিবায়োটিক, জীবাণুর প্রতিরক্ষা শক্তিকে মোকাবিলা করতে এবং এর ভেতরের এনজাইমকে দমন করতে পারবে৷ ফলে ব্যাকটেরিয়াগুলি আর বিস্তার লাভ করতে পারবে না৷ তবে নতুন ওষুধও যে এমআরএসএ প্রতিরোধে ধন্বন্তরি তা বলা যায় না৷

Realistic rendering of bacteria cells; bacteria; virus; medical; microbes; macro; biology; 3d; diseases; microscope; blood; sick; microscopic; infections; health; medicine; human; electron; science; render; technology; microbiology; close; micro; small; nano; life; sem; scanning; hiv; scientific; death; illustrations; genetics; cancer; tiny; molecules; attack; experiment; illness; epidemic; abstract; background; doctor; ill; sickness; design; business; computer; internet
ছবি: Fotolia/Irina Tischenko

ডা. মলিটরের ভাষায়, ‘‘জীবাণুর বিস্তার ও ওষুধ প্রস্তুত করার সম্ভাবনার মধ্যে অনবরত একটা প্রতিযোগিতা চলছে৷ এটা প্রায় সব ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে, কোনো কোনো জীবাণু তার সহযোগীদের তুলনায় কিছুটা শক্তিশালী এবং ওষুধকে পাশ কাটিয়ে টিকে থাকতে সক্ষম৷''

ব্যাকটেরিয়ারা টিকে থাকার কৌশলী শিল্পী৷ তারা অতি দ্রুত বিস্তার লাভ করতে পারে এবং নতুন নতুন পরিস্থিতিতে খাপ খাওয়াতে পারে৷ যত ঘন ঘন তারা মারণঘাতি ওষুধের সম্মুখীন হয়, ততই তারা ফাঁকফোকর খুঁজতে থাকে, হয়ে ওঠে ওষুধ প্রতিরোধী৷

ডাঃ মলিটর জানান, ‘‘ এই মুহূর্তে তেমন নিরাশ হবার কারণ নেই৷ এমআরএসএ দমনে নতুন ওষুধ আমাদের অতিরিক্ত নিরাপত্তা দিতে পারবে৷ আগামী কাল বা পরশু কেউ এমআরএসএ ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে কার্যকর চিকিৎসা করা যাবে৷''

তবে গবেষকদের এমআরএসএ ও অন্যান্য ব্যাকটেরিয়াকে ঘায়েল করতে হলে অনবরত নতুন নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করে যেতে হবে৷ কৌশলী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে হলে এটাই একমাত্র উপায়৷

প্রতিবেদন: ব্রিগিটে ওস্টারাট/আরবি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য