1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

এক মিলিয়ন ডলারের নোট ভাঙাতে গিয়ে বন্দি

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকে৷ এক মহিলাকে ভুলিয়ে-ভালিয়ে তাকে দিয়ে এক মিলিয়ন ডলারের দু’টি জাল নোটকে আসল বলে ব্যাংকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি৷

default

আবু ধাবি পুলিশ বলছেন, ‘‘ঐ লোকটি দাবি করছেন, নোটগুলো যে জাল সেটা তিনি জানতেনই না৷'' চুয়াল্লিশ বছর বয়সী এই লোক ঐ মহিলাকে এটা বুঝিয়ে ছিলেন যে, তিনি যদি ব্যাংকে ঐ নোট ভাঙিয়ে দেন, তাহলে তাকে নোট দু'টোর মোট মূল্যের শতকরা ত্রিশ ভাগ কমিশন দেওয়া হবে৷

পত্রিকায় ঐ নোটের ছবি ছাপানো হয়েছে৷ সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, নোটটির দু'পাশের রঙ সম্পূর্ণ ভিন্ন৷ একপাশে দেখা যাচ্ছে সাদা ও কালো রঙ, অন্যপাশে দেখা যাচ্ছে সবুজ রঙ৷ যে পাশে সাদা ও কালো রঙের পরিমাণ বেশি, সেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ছবি, এক ডলারের নোটে যে ছবিটি দেখা যায়৷

আবু ধাবি পুলিশের হাতে আটক হওয়া ঐ লোকটি আইভরি কোস্ট থেকে এসেছেন বলে পত্রিকাটিতে বলা হয়েছে৷ কিন্তু সেখানে ঐ মহিলা সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয়নি৷ এমনকি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে ব্যাপারেও কিছু বলেনি পত্রিকাটি৷

সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় ব্যাংকে এ ধরণের ঘটনা এর আগেও ঘটেছে৷ ডাব্লিউএএম সংবাদ সংস্থা বলছে, জুন মাসেই তিনজন ইরানি জাল কাগজপত্র ব্যবহার করে কেন্দ্রীয় এই ব্যাংক থেকে প্রতারণা করে ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার তোলার চেষ্টা করেছিলেন৷ তাদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হলেও তৃতীয় ব্যক্তি এখনও ইরানেই রয়েছেন৷

এর আগে জানুয়ারি মাসেও জাল কাগজপত্র ব্যবহার করে ঐ ব্যাংক থেকে ১০ দশমিক ২ মিলিয়ন ডলার চুরি করতে যাওয়ার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন