1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭৮ কোটি বার

দুই তরুণ-তরুণী একটি গানকে এত জনপ্রিয় করে তুলেছেন যে গত সাত মাসে ৭৭ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার ৩০২ বার দেখা হয়েছে গানটি৷ আপনিও দেখুন!

ক্যানাডিয়ান পপ শিল্পী জাস্টিন বিবারের গান ‘লাভ ইয়োরসেল্ফ'৷ তাঁর চতুর্থ অ্যালবাম ‘পার্পাস'-এ ছিল গানটি৷ অ্যালবাম প্রকাশের পরপরই মোটামুটি জনপ্রিয়তা পেয়েছিল গানটি৷ তবে এই গানের একটি ইউটিউব ভিডিও যে হারে মনোযোগ আকর্ষণ করছে, তা সত্যিই বিস্ময়কর৷ ভিডিওটি দেখে নীচে একজন মন্তব্যও করেছেন, ‘‘গানটি প্রায় ৯ মাসের পুরনো৷ এই ২০১৬ সালেও কেন যে মানুষ গানটি এত শুনছে, বুঝতে পারছিনা৷''

গানটি লিখেছেন এড শিরান৷ চমৎকার লিরিক্স, যেখানে এক প্রেমিক তাঁর প্রেমিকাকে বলছে, ‘তুমি নিজেকে ভালোবাসো'৷

বিচ্ছেদের মুহূর্তের কথা৷ সেখানে প্রেমিক একে একে তুলে ধরেছে সমস্ত অনুযোগের কথা৷ তবে শেষ কথা একটাই- নিজেকে ভালোবেসো৷ এই বক্তব্যের জন্য সংগীত সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল গানটি৷

এই ইউটিউব ভিডিওতে গানের চমৎকার কথা এবং সুরের সঙ্গে যোগ হয়েছে খুব ভালো নাচ৷ মূলত দৈনন্দিন নানা কাজ এবং ছোট-বড় নানা অনুভূতিও নাচের মাধ্যমে অবলীলায় প্রকাশের দক্ষতায় মুগ্ধ হয়ে মানুষ বারবার দেখছেন ভিডিওটি৷ তাই গত সাত মাসে ৭৭ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার ৩০২ বার দেখা হয়েছে ওপরের এই ইউটিউব ভিডিও৷ আপনিও দেখুন!

এসিবি/জেডএইচ

নির্বাচিত প্রতিবেদন