1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ভাইরাল ভিডিও

উত্তর কোরিয়ার এই শিশুরা সত্যিই জাদু জানে

জাদু সবসময় বিস্ময় জাগায়৷ যাঁরা জাদুতে পারদর্শী, আমরা তাঁদের জাদুকর বলি৷ সেই অর্থে উত্তর কোরিয়ার এই পাঁচ শিশু নিশ্চয়ই সত্যিকারের জাদুকর৷ তাই তো তাদের এই ভিডিও এ পর্যন্ত দেখা হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ১৫৮ বার৷

সারা বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এক দেশ উত্তর কোরিয়া৷ সে দেশের কোনো খবরই সহজে কেউ জানতে পারে না৷ তবে এই পাঁচ শিশুর কথা এখন অনেকেই জানেন৷ এক টেলিভিশন অনুষ্ঠানে এক সঙ্গে গিটার বাজিয়েছিল ওরা৷ পুতুলের মতো শিশুগুলো বসে বসে এত অবলীলায় গিটারে সুরের লহরি তুলেছে যে দেখে সবাই মুগ্ধ৷

যে দেখে সে-ই অবাক হয়ে ভাবে– এত ছোট ছোট বাচ্চারা এত ভালো বাজায় কী করে! কারো কারো জানতে ইচ্ছে করে, ‘‘এত ছোট ছোট হাতে গিটারের এত শক্ত শক্ত তারগুলো থেকে সুর তোলে কী করে?’’ এ আসলে প্রতিভা আর সাধনার যোগফল৷ এই দুয়ের সমন্বয় থাকলে বয়স বা শারীরিক সক্ষমতার অভাব তুচ্ছ করে শিশুরাও যে ‘জাদুকর’ হয়ে উঠতে পারে, এই ভিডিও তারই প্রমাণ৷

এসিবি/এসবি

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়