1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের দিনে নতুন ছবি

১৭ নভেম্বর ২০১০

ঈদের দিনে নতুন ছবি৷ হ্যা, সাধারণত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা৷ কিন্তু ঈদের সময়ই কেবল ভিন্ন ঘটনা৷ যেদিন ঈদ, সেদিনই শুভ মুক্তি৷ এবারের ঈদে সব মিলিয়ে পাচ্ছে সাতটি ছবি৷

https://p.dw.com/p/QAtT
ছবি: PA/dpa

দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবি আমুদেরা দেখতে পাবেন ঈদ উপলক্ষ্যে মুক্তিপ্রাপ্ত 'পরান যায় জ্বলিয়ারে, হায় প্রেম হায় ভালবাসা, প্রেম মানে না বাধা, এক জবান ও বস্তির ছেলে কোটিপতি নামের ছবিগুলো৷ এছাড়া ডিজিটাল ফরম্যাটে নির্মিত 'ডুবসাঁতার' ও 'জলদস্যু- রক্তরহস্য' ছবি দুটোর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে দুটি টেলিভিশন চ্যানেলে৷ তবে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবি দুটি দেখতে পারবেন দর্শকরা৷

ঈদের ছবি বস্তির ছেলে কোটিপতির পরিচালক স্বপন চৌধুরী৷ সামাজিক অ্যাকশনধর্মী এই ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, সাহারা, আমান, রাভিনা, ডলি জহুর, কাবিলা, মিজু আহমেদ, মিশা সওদাগর প্রমুখ৷

সোহানুর রহমান সোহান পরিচালিত 'পরান যায় জ্বলিয়ারে'নির্মিত হয়েছে বন্ধন বাণীচিত্রের ব্যানারে৷ শফিকুল ইসলাম প্রযোজিত তারকাসমৃদ্ধ ছবি 'পরান যায় জ্বলিয়ারে'র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, রুমানা, নদী, আফজাল শরীফ, এটিএম শামসুজ্জামান, ডন ও মিশা সওদাগর৷

নজরুল ইসলাম খান পরিচালিত 'হায় প্রেম হায় ভালবাসা' ছবিটি নির্মিত হয়েছে টিওটি চলচ্চিত্রের ব্যানারে৷ খোরশেদ আলম খসরু প্রযোজিত এই রোমান্টিক অ্যাকশন ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আলী রাজ, মিশা সওদাগর ও আরো অনেকে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম