1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইথারে ফিরে চাই বাংলা অনুষ্ঠান'

বুধবার (১৫ এপ্রিল) ডয়চে ভেলে বাংলা বিভাগের ৪০ বছর পূর্ণ হলো৷ এ উপলক্ষ্যে পাঠক বন্ধুরা ফেসবুক পাতায় ডয়চে ভেলের কাছে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন৷ কেউ জানিয়েছেন অভিনন্দন, আর কেউবা করেছেন স্মৃতিচারণ৷

পুরনো বন্ধু আবদুল্লাহেল ফরিদ লিখেছেন, তিনি ১৯৯৪ থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতেন, চিঠিও লিখতেন৷ অনুষ্ঠান ভাল লাগার কথাও জানিয়েছেন তিনি৷ সর্বশেষ চিঠি লিখেছিলেন ২০০৫ সালে, যখন তিনি ভারতের ব্যাঙ্গালোরে পড়াশোনা করতেন৷ বন্ধু ফরিদ বাংলা বিভাগের চল্লিশ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়েছেন৷

সুনীলবরণ দাস লিখেছেন, ‘‘শুভ নববর্ষ৷ ডি ডাব্লিউ বাংলার ৪০ বৎসর পূর্তিতে সবার জন্য রইল শুভকামনা৷ একদিন আসবে ১০০ বৎসর পূর্তি উৎসব৷ তখন হয়তো আমি থাকবো না কিন্তু ডিডাব্লিউ বাংলা থাকবে চির অম্লান৷ নতুন যুগের নতুন দর্শক শ্রোতাদের নিয়ে তবুও ডি ডাব্লিউ থাকবে, থাকবেই৷ ডি ডাব্লিউ বাংলার শ্রীবৃদ্ধি কামনা করি৷ সবার সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করি৷''

আরেকজন পুরনো বন্ধু এমএ বারিকও অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন৷

মোহাম্মদ সেলিম ধন্যবাদ দিয়েছেন ডয়চে ভেলেকে৷

বাংলা বিভাগের জন্মদিনে নীড় ইউনিটি ডিএক্স ক্লাব অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘‘ডয়চে ভেলে বাংলা আমাদের প্রাণপ্রিয় গণমাধ্যম৷ তাই বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে একটি শ্রোতা সংগঠন হিসেবে আমাদের চাওয়া হলো, ইথারে ফিরে চাই বাংলা অনুষ্ঠান৷ আবার চালু হোক নিয়মিত বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও শ্রুতিমধুর অনুষ্ঠানমালা৷ যা নিয়মিত শুনবো, প্রশান্তি ফিরে পাবে আমাদের শ্রোতা হৃদয়৷ শুভ কামনা রইলো৷''

সেলিম খানের মন্তব্য, ‘‘হাঁটি হাঁটি পা পা করে আজ আমাদের প্রিয় ডয়চে ভেলে বাংলা বিভাগের ৪০ বছর পূর্ণ হলো৷ অনেক স্মৃতি নিয়ে এখনো এগিয়ে চলছে ডয়চে ভেলে বাংলা বিভাগ৷ আমাদের সবটুকু ভালবাসা উজাড় করে দিলাম তোমায়৷''

সরকার চন্দন লিখেছেন, ‘‘৪০ বছর ধরে বাঙালিদের কাছে জামার্নি ও ইউরোপের খবর পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ৷ আমার অনেক প্রিয় একটি গণমাধ্যম ডয়চে ভেলে বাংলা৷ আজীবন বাংলার সাথে ডয়চে ভেলের যোগাযোগ থাকুক এই কামনা করি৷''

নকীব খান লিখেছেন, ডয়চে ভেলে সব থেকে দ্রুত এবং বিস্তারিত খবর জানায়৷

এছাড়া বাংলা বিভাগের ৪০ বছর উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ ইয়াসিন, রাজেক আলী মন্ডল, কামরুল হুদা পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাব৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন