1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালি ও অস্ট্রিয়ায় পরিবর্তন

৫ ডিসেম্বর ২০১৬

ইউরোপের দেশে দেশে যখন ডানপন্থিদের উত্থানের ইঙ্গিত তখনই অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন উদারপন্থি আলেক্সান্ডার ফান ডেয়ার বেলেন৷ তবে ইটালির প্রধানমন্ত্রী রেনজি গণভোটে হেরে ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন৷

https://p.dw.com/p/2TkP4
Italien | Ministerpräsident Matteo Renzi kündigt nach gescheitertem Referendum seinen Rücktritt an
ছবি: Reuters/T. Gentile

রবিবার ইটালি আর অস্ট্রিয়ায় ছিল ভোটের দিন৷ ইটালিতে ছিল গণভোট৷ সে দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের ভূমিকা এবং আঞ্চলিক কর্তৃপক্ষের ক্ষমতা কমিয়ে আনার জন্য গণভোট চেয়েছিলেন প্রধানমন্ত্রী মাটেও রেনজি৷ আগেই বলে রেখেছিলেন, গণভোটে হেরে গেলে হারের সমস্ত দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন৷ রবিবার সকালে ভোট শুরু হয়ে রাতের মধ্যেই নিশ্চিত হয়ে গেছে ফলাফল৷ জানা ছিল, সব বিরোধী দলের বিরোধিতার মুখে রেনজির জয় পাওয়া কঠিন হবে৷ শেষ পর্যন্ত সত্যিই জিততে পারেননি রেনজি৷ গণভোটে তাঁর পক্ষে, অর্থাৎ ‘হ্যাঁ' ভোট পড়েছে শতকরা ৪১ ভাগের চেয়েও কম৷ বিপরীতে সেনেটের ভূমিকা এবং আঞ্চলিক কর্তৃপক্ষের ক্ষমতা কমানোর বিপক্ষে পড়েছে শতকরা ৫৯ ভাগ ভোট৷

গণভোটে হার নিশ্চিত হওয়ার পর অঙ্গীকার রক্ষা করতে দেরি করেননি প্রায় আড়াই বছর ক্ষমতায় থাকা মাটেও রেনজি৷ রবিবার রাতেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন, ‘‘‘না' ভোট জিতেছে৷ হেরে যাওয়ার পর কিছুই হয়নি এমন ভনিতা কে করতে পারে? আমার সরকারের মেয়াদ আজ শেষ হলো৷'' সোমবার রাতে তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন রেনজি৷

অস্ট্রিয়ায় ছিল প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট৷ প্রথম পর্বে গ্রিন পার্টির প্রার্থী আলেক্সান্ডার ফান ডেয়ার বেলেন জিতলেও, গণনায় অনিয়মের কারণে আবার ভোট হলো৷ তবে এবার কট্টর ডানপন্থি ফ্রিডম পার্টির প্রার্থী নর্বার্ট হফারকে পরিষ্কার ব্যবধানেই হারিয়ে দিয়েছেন বেলেন৷ এ পর্যন্ত গণনা হওয়া ভোটের শতকরা ৫৩ দশমিক ৩ ভাগ পেয়েছেন বেলেন৷ অন্যদিকে হফার পেয়েছেন ৪৬ দশমিক ৭ ভাগ ভোট৷ সর্বশেষ খবর অনুযায়ী, ডাকযোগে দেয়া ৭ লক্ষ ভোটের গণনা এখনো চলছে৷ অবশ্য সেখানে বেলেন হেরে গেলেও ফলাফল বদলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই৷

Van der Bellen wins Austrian election

এসিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য