1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

ইউরোপীয় লিগ থেকে ছিটকে গেল জার্মানি ও ব্রিটেন

বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে বায়ার লেভারকুজেন স্পেনের ভিলারেয়াল ক্লাবের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় সেমি ফাইনাল পর্যায়ে জার্মানির কোনো দলই অবশিষ্ট রইলো না৷

default

বায়ার লেভারকুজেন ও ভিলারেয়াল ক্লাবের মধ্যকার খেলা

লেভারকুজেনের কোচ ইয়ুপ হাইনকেস অবশ্য স্বীকার করে নেন, যে ভিলারেয়াল সত্যি ভালো খেলে ম্যাচ জিতেছে৷ বিশেষ করে প্রথমার্থে তাদের আধিপত্য ছিল দেখার মতো৷ অন্যদিকে বায়ারের ডিফেন্স এদিন ছিল অত্যন্ত দুর্বল৷ বৃহস্পতিবার ইউরোপীয় লিগ থেকে বাদ পড়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি'র মতো নামী ক্লাবও৷ ম্যানচেস্টার ডায়নামো কিয়েভকে ১-০ গোলে হারিয়েও প্রয়োজনীয় পয়েন্ট পেল না৷ ২টি গোল করলে তারা এগোতে পারতো৷ লিভারপুল ও ব্রেগার ম্যাচের ফলাফল ছিল গোলশূণ্য ড্র৷ ফলে শুধু জার্মানি নয়, ইংল্যান্ডের কোনো দলও ইউরোপীয় লিগে অবশিষ্ট রইলো না৷ চূড়ান্ত পর্যায়ে শেষ আটটি ক্লাবের মধ্যে ৩টিই এখন পর্তুগালের৷

গতকালের দিনটি জার্মান ফুটবল জগতের জন্য অন্য একটি কারণেও গুরুত্বপূর্ণ ছিলো৷ শালকে দলকে বিপুল সাফল্যের পথে নিয়ে আসতে পারলেও কোচ হিসেবে আচমকা বিদায় নিতে হয়েছিল ফেলিক্স মাগাট'কে৷ আর্থিক অনিয়ম সহ অন্য কিছু কারণে এই সফল কোচকে বিদায় করা হয়৷ তবে মাগাট'কে বেশিদিন বেকারত্বের গ্লানি ভোগ করতে হচ্ছে না৷ শালকে থেকে বিদায়ের মাত্র দুই দিনের মাথায় ভল্ফসবুর্গ'এর কোচ হিসেবে তাঁর নাম চূড়ান্ত করা হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক

সংশ্লিষ্ট বিষয়