1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্ব

ইউনূসের বিরুদ্ধে আনীত অভিযোগ পরীক্ষা করে দেখছে নরওয়ে

প্রধান নির্বাচন কমিশনার গতকাল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন৷ এই খবরটি অধিকাংশ পত্রিকার প্রধান খবর হিসেবে জায়গা করে নিয়েছে৷

default

মুহাম্মদ ইউনূস

এর মধ্যে কালের কণ্ঠ তাদের প্রতিবেদনে বলছে, দেশের মোট ৩১০টি পৌরসভার মধ্যে এবার ২৬৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ বাকি ৪১টির মধ্যে ২৪টিতে মামলা, সীমানা নির্ধারণ ও অন্যান্য জটিলতার কারণে নির্বাচন হবে না৷ আর ১৭টি পৌরসভার মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি৷ প্রথম আলো বলছে, স্থানীয় নির্বাচন হলেও পৌরনির্বাচনে দলগতভাবেই অংশ নেবে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো৷ এছাড়া গতকাল পৌর নির্বাচনের তফসিল ঘোষণার সময় সাংবাদিকরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কিছু জানেন না বলে মন্তব্য করেছেন৷ তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন মার্চ-এপ্রিলে হবে বলে জানান তিনি৷

ড. ইউনূস

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে তহবিল সরানোর অভিযোগ পরীক্ষা করে দেখছে নরওয়ে সরকার৷ দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়কমন্ত্রী এরিক সোলহেইম বিবিসিকে এই কথা জানিয়েছেন৷ বিবিসির দেয়া এই খবর প্রায় সব পত্রিকায় গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে৷ এমনকি প্রথম আলো ও ডেইলি স্টার গতকাল এ সংক্রান্ত খবর প্রকাশ না করলেও আজ তা ছেপেছে৷ গতকাল খবরটি প্রকাশ না করার একটা কারণও ব্যাখ্যা করেছে ডেইলি স্টার৷ এদিকে, সমকাল বলছে ড. ইউনূসের বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে সারা দেশেই বেশ আলোচনা হচ্ছে৷ অনেকে গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান নরওয়ের টেলিনর ও ড. ইউনূসের মধ্যকার বিরোধের সঙ্গে এই ঘটনার একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন বলে জানিয়েছে সমকাল৷ এদিকে সম্পূর্ণ ভিন্ন একটি খবর দিয়েছে কালের কণ্ঠ ও যুগান্তর৷ তাদের পরিবেশিত খবর থেকে জানা যাচ্ছে যে, সিরাজগঞ্জে ঋণ খেলাপের অভিযোগে গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক মুহাম্মদ ইউনূস সহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ মামলাটি করেছে ঋণদাতা প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিরাজগঞ্জ শাখা৷

ইভ টিজিং

ইভ টিজিংয়ের জন্য শাস্তির ব্যবস্থা রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন' সংশোধনের খসড়া প্রায় চূড়ান্ত করে এনেছে সরকার৷ তাতে ইভ টিজিংয়ের মাধ্যমে যৌন হয়রানি করলে এক থেকে সাত বছর এবং নারী ও শিশুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হলে পাঁচ থেকে ১০ বছর কারাদণ্ডের কথা বলা হয়েছে৷ এছাড়া ইন্টারনেট, টেলিফোন, মোবাইল ফোন, এসএমএস বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে উত্ত্যক্ত করাকেও যৌন হয়রানি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে ঐ খসড়ায়৷ কালের কণ্ঠের এক বিশেষ প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই