1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

আসছে বলিউডের পাঁচটি ব্লকবাস্টার ছবি

বলিউডে এখন চলছে একাধিক পর্বে ছবি নির্মাণের ধুম৷ আর ২০১১ সালে মুক্তির অপেক্ষায় আছে বলিউডের পাঁচটি ব্লকবাস্টার ছবি৷

default

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

টিপস্ ব্যানার প্রযোজিত আব্বাস-মাস্তান পরিচালিত ‘রেস' ছবিটি দারুণ ব্যবসা করে ২০০৮ সালে৷ আর এরই ধারাবাহিকতায় ২০১১ সালে আসছে ‘রেস-টু'৷ একমাত্র বিপাশা বসু ছাড়া আর সব তারকাই রয়েছেন ‘রেস-টু'তে৷ সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, অক্ষয় খান্না এবং অনিল কাপুর সবাই আগের ছবির চরিত্র অনুসারেই অভিনয় করবেন৷

এ ছাড়াও আসছে অ্যাকশন ধর্মী ছবি ‘ধুম' এর তৃতীয় পর্ব৷ ২০০৪ সালে ‘ধুম' ছবিটি মুক্তি পায়৷ ব্যবসায়িকভাবে সফল ছবিটি তখন ব্যাপক সাড়া ফেলে৷ আর এর ঠিক দুই বছর পরই মুক্তি পায় এই ছবিটির দ্বিতীয় পর্ব৷ তবে, পাঁচ বছর পর মুক্তি পেতে যাওয়া ‘ধুম-থ্রি' তে কিছু চরিত্রের পরিবর্তন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷

Bollywood Star Shahrukh Khan

‘ডন' ছবির দ্বিতীয় পর্বেও থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান

১৯৭৮ সালের হিট ছবি ‘ডন' নতুন করে তৈরি করেন ফারহান আখ্তার৷ ক্রাইম থ্রিলার ধর্মী ‘ডন' ছবির দ্বিতীয় পর্ব আসছে ২০১১ সালে৷ বলিউড বাদশা শাহরুখ খান সহ প্রিয়াঙ্কা চোপড়া, সামি আরশাদ, অর্জুন রামপাল, ইশা কপিকার, বমান ইরানী এবং ওম পুরী সবাই অভিনয় করবেন আগের ছবির চরিত্র অনুসারেই৷

বনি কাপুর পরিচালিত সালমান খান অভিনিত ছবি ‘ওয়ান্টেড' ছবিটির দ্বিতীয় পর্ব ২০১১ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে৷ এবার ‘ওয়ান্টেড-টু'এর কিছু অংশ খ্যাতনামা নৃত্য নির্দেশক প্রভু দেবা পরিচালনা করবেন বলে শোনা যাচ্ছে৷

‘পার্টনার টু' ছবিটি এই বছর মুক্তি পাবার কথা থাকলেও কিছু দৃশ্যায়ন বাকি থাকায় ২০১১ সালে মুক্তি পাবে ছবিটি৷ সালমান খান, গোবিন্দা, লারা দত্ত এবং ক্যাটরিনা কাইফ অভিনয় করছেন এই ছবিতে৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পদনা : আব্দুল্লাহ আল-ফারূক

সংশ্লিষ্ট বিষয়