1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

আর এক রাজকীয় বিয়ে জুলাই মাসে

পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র দুটির অবস্থান এই ইউরোপেই৷ একটি ভ্যাটিকেন এবং অন্যটি মোনাকো৷ এই দ্বিতীয় ক্ষুদ্র রাষ্ট্রটির রাজপুত্রের বিয়ে৷ রাজপুত্র আলবেয়র, যিনি সেই দেশের প্রধান৷

default

প্রিন্স আলবেয়র ও শার্লেন উইটস্টক

এই তো মাত্র কয়েকদিন আগেই শেষ হলো এক রাজকীয় বিয়ে৷ ইংল্যান্ডের প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেট-এর বিয়ে৷ এই বিয়ের রেশ কাটতে না কাটতেই আরেক বিয়ের খবর৷ মোনাকোর প্রিন্স আলবেয়র বিয়ে করতে যাচ্ছেন তাঁর ১১ বছরের পুরানো বান্ধবী দক্ষিণ আফ্রিকার সাঁতারু শার্লেন উইটস্টককে৷

‘যার বিয়ে তার খবর নাই- পাড়া পড়শির ঘুম নাই'- ব্যাপারটা তেমনই৷ তাই এই বিয়ে কবে হবে, কত অতিথি হবে, কী খাওয়ানো হবে - নানা প্রশ্ন৷ উত্তর তো দিতেই হবে৷ আগামী ১ ও ২ জুলাই বিয়ে৷ দুই দিন ধরে বিয়ে? খোলাসা করে বলি, দুইবার বিয়ে করতে হবে মোনাকার রাজপুত্রকে৷ প্রথম দিন বিয়ে করবেন সরকারিভাবে আর দ্বিতীয় দিন বিয়ে হবে ধর্মীয় রীতিনীতি মেনে৷

Europäische Königskinder Flash-Galerie

দক্ষিণ আফ্রিকার সাঁতারু ও মোনাকোর প্রিন্স – অসাধারণ জুটি

আয়তনে পৃথিবীর ২য় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ জন ঘনত্ববহুল এই রাষ্ট্রের বর্তমান লোকসংখ্যা ৩৫ হাজার৷ ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশটির এই বিয়েতে অতিথিদের মধ্যে থাকছেন বেশ কয়েক হাজার মানুষ৷ রাজঅতিথির তালিকায় বিশ্বের নামিদামি সব লোক তো থাকছেনই৷ রাজার বিয়ে বলে কথা! ঐ দুইদিন রাজপ্রাসাদ সম্পূর্ণ উন্মুক্ত৷ খাবার-দাবার? ব্যুফে সিস্টেমে খাওয়া৷ যার যা পছন্দ তাই নিতে পারবেন৷ বিয়ে উপলক্ষ্যে দেশটিকে সাজানো হচ্ছে অন্যরকম করে৷ বিয়ের পোশাক তৈরি করছে বিখ্যাত প্রতিষ্ঠান আরমানি৷

এবার বর-কনের কথা বলি৷ প্রায় ১১ বছর আগে উইটস্টকের সঙ্গে দেখা হয় প্রিন্সের এক সাঁতার প্রতিযোগিতার অনুষ্ঠানে৷ প্রথম দেখায় প্রেম৷ এরপর দিন কেটেছে অনেক৷ শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার এই মধ্যবিত্ত পরিবারের কন্যাকে নিজের জীবনসঙ্গিনী হিসাবে গ্রহণ করছেন বিশ্বের অন্যতম এই ধনী অভিজাত পরিবারের সন্তান৷

আসন্ন উৎসবের প্রস্তুতি নিচ্ছেন যখন নিচ্ছেন মোনাকোবাসীরা, তখন নিন্দুকেরা কিন্তু কানে কানে বলছেন এই প্রিন্স নাকি বুড়ো ভাম৷ ৫৩ বছর বয়স তাঁর এতদিন বিয়ে না করলেও বেশ কয়েকজন বান্ধবী ছিল তাঁর৷ আর এই তালিকায় নাকি ছিলেন সুপার মডেল ক্লাউডিয়া শিফারও৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক