1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

‘‘আমার খদ্দেরকে স্পর্শ করবে না''

ফ্রান্সের পার্লামেন্টে বুধবার একটি বিতর্কিত বিল পাস হয়েছে৷ এর ফলে পতিতার খদ্দেরদের কমপক্ষে ১৫শ' ইউরো জরিমানা দিতে হবে৷ নিম্নকক্ষের ভোটাভুটিতে গণিকাবৃত্তি বিরোধী বিলের খসড়ার পক্ষে ভোট পড়ে ২৬৮টি এবং বিপক্ষে ১৩৮টি৷

বিলটি এখন সেনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ সুইডেনে একই ধরনের আইন রয়েছে, যা থেকে অনুপ্রাণিত হয়ে এই আইনের খসড়া তৈরি করা হয়েছে৷ নারী অধিকার মন্ত্রী নাজাত ভ্যালু-বেলকাসেম এই আইনের প্রধান উদ্যোক্তা৷ বিলটি পাস হওয়ার পর এটিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি৷ নতুন এ বিলে যৌনকর্মী বা এর পৃষ্ঠপোষকদের আইনের আওতায় না এনে খদ্দেরদের শাস্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে৷

এই বিল অনুযায়ী, কেউ যদি অর্থের বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হন তবে তাঁকে ১ হাজার ৫শ' ইউরো জরিমানা করার বিধান রাখা হয়েছে৷ শাস্তিপ্রাপ্ত হওয়ার পর ফের একই অপরাধ করলে গুণতে হবে দ্বিগুন অর্থ৷

Symbolbild Prostitution

কেউ অর্থের বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হলে তাঁর ১ হাজার ৫শ' ইউরো জরিমানা হবে

সরকার বলছে এর ফলে নির্যাতনের হাত থেকে নারীরা রক্ষা পাবেন এবং পাচারকারীদের হাত থেকে রক্ষা করা যাবে তাঁদের৷ ফলে যৌনকর্মীদের সুরক্ষা নিশ্চিত হবে৷ তবে অনেক সেলিব্রেটিসহ বেশ কিছু সমালোচক বলছেন, এই বিলের ফলে যৌনকর্মীরা নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিতে পড়বেন এবং হয়রানির শিকার হবেন৷

উল্লেখ্য, ফ্রান্সে প্রায় ২০ হাজার যৌনকর্মী আছেন৷ এর মধ্যে প্রায় ৮০ ভাগই অন্য দেশ থেকে সেখানে গেছেন৷ বেশিরভাগই গেছেন ইউরোপের পূর্বাঞ্চল, আফ্রিকা, চীন এবং দক্ষিণ অ্যামেরিকা থেকে৷

বিলের উপর পার্লামেন্টে যখন ভোটাভুটি চলছিল তখন ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে অন্তত ২০০ যৌনকর্মী বিক্ষোভ করছিলেন৷ তাঁদের স্লোগান ছিল, ‘‘আমার খদ্দেরকে স্পর্শ করবে না৷''

এপিবি/জেডএইচ (এএফপি, এপি)

নির্বাচিত প্রতিবেদন