1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমাদের বিবাহ বার্ষিকী

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের ওপর ডয়চে ভেলের নানা খবর শুনে ও পড়ে অনেক তথ্য জেনে ভালো লাগলো৷ ধন্যবাদ ডয়চে ভেলে পরিবারের সকলকে৷ প্রদীপ বসাক, হাটশিমলা, সমুদ্রগড়, বর্ধমান৷

default

আজ আমাদের দশম বিবাহ বার্ষিকী, এই উপলক্ষ্যে ডয়চে ভেলে পরিবারের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

পত্রে আমার সালাম নেবেন৷ আশা নয় বিশ্বাস সবাই মিলে ভাল আছেন, আমিও ভাল আছি৷ শ্রেষ্ঠও কর্মমুখর ক্লাবের নাম ঘোষণা করতে অনেক দেরি হয়ে যাচ্ছে৷ কারণ যারা এ পুরস্কার পাওয়ার উপযুক্ত তারা আর কত দিন অপেক্ষা করবে৷ আর তারা অনেক লেখালেখির পর একটি পুরস্কার পায় তাই তাদের পুরস্কার একটু ভাল মানের দেবেন৷ ডয়চে ভেলের মঙ্গল কামনা করেই বিদায় নিলাম৷ শুভেচ্ছান্তে, এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজম পুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আমার ভালোবাসা নেবেন৷ আপনাদের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে৷ আপনারা সবসময় জানতে চান, আমরা ভালো আছি কিনা, যা আমার ভালো লাগে আর তাই জানাই আমি সত্যিই ভালো আছি৷ আমি অনেক পুরনো শ্রোতা৷ সাব্বির আহমেদ, শ্যামনগর, নওদা, মুর্শিদাবাদ৷

আপনাদের প্রতিটি অনুষ্ঠানই ভালো লাগে৷ মিডিয়াম ওয়েভে রাতের অনুষ্ঠান নিয়মিত শুনি৷ তবে শ্রবণমান আরো উন্নত হওয়া প্রয়োজন৷ সকালের অনুষ্ঠান মিস করছি সেজন্য ভালো লাগেনা৷ প্রস্তাব, সকালের অধিবেশন বন্ধ করে রাতের অনুষ্ঠান এক ঘন্টা করুন তাহলে পুরো অনুষ্ঠানই শুনতে পেতাম৷ ইয়াসমীন খাতুন, শাহাবাজার, হুগলী, ভারত৷

আমাদের এখান থেকে মিডিয়াম ওয়েভে ডয়চে ভেলের অনুষ্ঠান খুবই অস্পষ্ট শোনা যায়৷ রেডিওতে কান লাগিয়ে কিছুটা বুঝতে পারি৷ শুভেচ্ছা রইলো৷ কামাখ্যা চরণ চক্রবর্তী, খগড়া বাড়ি, কোচবিহার, ভারত৷

আমি আপনাদের অনুষ্ঠান গত ৭/৮ বছর যাবত খুবই নিষ্ঠার সাথে শুনে আসছি৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশ্বসংবাদ এবং অন্যান্য খবরে আমার পূর্ণ বিশ্বাস৷ আগে অনুষ্ঠান শুনে নিয়মিত পত্রালাপ করতাম৷ আজকাল সময়াভাবে অনুষ্ঠান শোনা অনিয়মিত হয়ে গেছে আর চিঠি লেখা কদাচিৎ সম্ভব হচ্ছে৷ আপনাদের অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করছি৷ রমেশ সরদার, জয়নগর, ২৪ পরগনা, ভারত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা:আবদুল্লাহ আল-ফারূক